খানাখন্দে ভরা মুন্সিগঞ্জের ডিঙ্গাভাঙ্গা সড়কঃ চরম ভোগান্তি
জনদূর্ভোগের আরেক নাম মুন্সিগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা - আদারিয়াতলা সড়ক। ছোট, বড় অসংখ্য খানাখন্দে সড়কটি এখন ঝুঁকির কবলে। এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচলকারী সাধারণ যানবাহনগুলো বিকল হয়ে পড়ে সড়কেই। এতেই ভোগান্তির শেষ নেই। এই সড়কে এ্যাম্বুলেন্সযোগে যাতায়াতকারী বিভিন্ন রোগী ও গর্ভবতী মহিলাসহ সাধারণ যাত্রীদের চলাচলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন পঞ্চসার , মুক্তারপুর ,চৌধুরীবাড়ি, ডিঙ্গাভাঙ্গা , আদারিয়াতলা , দয়ালবাজার হয়ে রিকাবিবাজার সহ আশপাশ এলাকার অসংখ্য যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করে এ সড়ক দিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি বেহাল দশা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কাড়েনী।এদিকে উপজেলা প্রকৌশল সুত্রে জানা গেছে , সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
সরজমিনে দেখা যায়- সদর উপজেলার মুক্তারপুর ব্রিজের ঢাল থেকে চৌধুরীবাড়ী , ডিঙ্গাভাঙ্গা , আদারিয়াতলা , বিনোদপুর , দয়ালবাজার ,রিকাবিবাজার বটতলা পর্যন্ত সড়ক জুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দে ছেয়ে গেছে। সিমেন্ট, রড ও মাটি বোঝাই অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে সড়কটি ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে। ওই গর্ত গুলোতে পড়ে একদিকে যেমন বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ ক্ষয়ক্ষতি হয়, তেমনি যাত্রীরাও বিভিন্ন ভাবে আক্রান্ত হয়ে পড়েন।
এসব গর্ত গুলোকে এড়িয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয় অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ। বর্তমানে পাথর বিটুমিনযুক্ত কার্পেটিং গুলো উঠে গিয়ে গর্ত হয়ে গেছে।
সড়কের এহেন অবস্থায় নিত্য দূর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীসাধারণ। অপরদিকে যন্ত্রপাতি বিকল হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ীর মালিকগণ। সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় ধুলাবালিতে অতিষ্ঠ সাধারণ পথচারীরাও। তাছাড়া পুরো উপজেলার সড়কের নিকটাবর্তী বসবাসকারী শিশু থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষের মাঝে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। এই ধুলি মানব জীবনে স্বাস্থ্য ঝুঁকিতে মারাত্মক বলে অভিজ্ঞ ডাক্তারদের অভিমত। দ্রুত সড়ক সংস্কারে কাজের গতি বাড়াতে উপজেলা প্রকৌশল কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগন।
সদর উপজেলা প্রকৌশলী শফিকুল আহসান সকালের সময়কে জানান , মুক্তারপুর চৌধুরীবাড়ি থেকে ডিঙ্গাভাঙ্গা , আদারিয়াতলা , অন্যদিকে দয়াল বাজার , রিকাবিবাজার পর্যন্ত অনেকটা সড়ক ভাঙ্গা। আমরা রাস্তা সংস্কারে উপর মহলে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুতই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ