ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীত ঘূর্নিঝড় ‘মোখার প্রভাবে উত্তাল বঙ্গোপসগার, সৈকতে পর্যটকদের নামতে দিচ্ছে না প্রশাসন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৩-৫-২০২৩ বিকাল ৫:৫২
পটুয়াখালীতে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে গুমট আবহাওয়া বিরাজ করছে, কখনো মেঘ কখনো রৌদ্রজ্জল। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছে না। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অনেকটা শান্ত রয়েছে। এদিকে মৎস্য বন্দর, সমুদ্র সৈকত ও দুর্গম এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সিপিপি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। 
 
ঘূর্ণিঝড় মোখা'র সরাসরি প্রভাব না পড়লেও পর্যটকদের সৈকতে নামতে দিচ্ছেন না পুলিশ। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে পর্যটকদের সৈকত থেকে উঠিয়ে দেয়া হচ্ছে। এতে ক্ষোভ বিরাজ করছে আগত পর্যটকসহ ব্যবসায়ী ও ফটোগ্রাফারদের মাঝে। পুলিশ বলছে নিরাপত্তার স্বার্থে নামতে দেয়া হচ্ছে না।
 
সরেজমিন ঘুরে দেখা গেছে, শনিবার সকাল থেকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের সৈকতে মাইকিং করে আগত পর্যটকদের সৈকত থেকে উঠিয়ে দিচ্ছেন। তার নেতৃত্বে পুলিশ সদস্যরাও সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে মাইকিং করছেন। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মাইকিং করছেন। তারপরও পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে সৈকতে নামার চেষ্টা করছেন। 
 
পর্যটক আনিসুর রহমান আনিস বলেন, এই আবহাওয়ার মধ্যে আমাদের সৈকতে নামতে দেওয়া হচ্ছে না। পুলিশ বারবার মাইকিং করে আমাদের উঠিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের সরাসরি কোন প্রভাব দেখছি না। পুলিশের বর্তমান কার্যক্রম বাড়াবাড়ি মনে হচ্ছে।
সুমাইয়া পারভীন নামে অন্য পর্যটক বলেন, গোসল করতে নিষেধ করলেও হত। কিন্তু সৈকতে নামতে নিষেধ করা হচ্ছে। সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য দেখতে দিচ্ছে না। এটা পুলিশের একধরনের অতিরঞ্জিত বাড়াবাড়ি।
 
এদিকে সকাল থেকে কুয়াকাটার উপকূলীয় এলাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। সমুদ্র স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। সকালে আধাঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। হালকা পূবালী বাতাস বইছে উপকূলীয় এলাকায়। 
কুয়াকাটা সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী ইদ্রিস সরদার বলেন, আমি ঘূর্ণিঝড়ের কোন প্রভাব দেখছি না। বর্তমানে সাগর যে উত্তাল রয়েছে এরচেয়ে অন্যান্য সময় বেশি উত্তাল থাকে। পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি করছে।
 
কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, বর্তমানে স্বাভাবিক বাতাস বইছে। দিনের বেলায় সৈকতে থাকা কোন সমস্যা নেই বলে মনে করি। তবে গোসল করা নিষেধ করা ভালো। কিন্তু ঘোরাঘুরি করতে এই মুহূর্তে বাধা দেওয়া উচিৎ নয়। 
 
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মানুষের নিরাপত্তার স্বার্থে সৈকতে নামতে দেয়া হচ্ছে না। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে আগত পর্যটকরা আনন্দ বিনোদন করবেন।
 
কুয়াকাটা আবাসিক হোটেল-মোটেলের সাধারণ মানুষের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। ঘূর্ণিঝড় মোখা'র সরাসরি প্রভাব পড়লে স্থানীয় সাধারণ মানুষ যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে এজন্য হোটেল-মোটেলের খোলা রাখা হবে। মালিকপক্ষের আমল সিদ্ধান্তকে সাধুবাদ জানাইছেন স্থানীয় বাসিন্দাসহ প্রশাসনের কর্মকর্তারা।
কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও আবাসিক হোটেল সৈকতের মালিক শেখ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব স্পষ্ট হলে স্থানীয় বাসিন্দারা যাতে নিরাপদ আশ্রয় নিতে পারে সেজন্য আমাদের প্রত্যেকটি হোটেলকে বলা হয়েছে। 
 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহাঙ্গীর হোসেন দৈনিক সকালের সময়কে জানান, ঘূর্নিঝড় মোকাবিলায় উপজেলার ১৭৫টি সাইক্লোন সেল্টার এবং মুজিব কিল্লাগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
 
উপকূলের সকল মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদী বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে। শনিবার সকালের মধ্যে এসব ট্রলার ঘাটে ফিরে এসেছে।শুক্রবার দুপুরের পর সাগর কিছুটা উত্তাল হয়ে ওঠে। আবহাওয়ার পরিবর্তন দেখে ট্রলারগুলো ঘাটে ফিরে এসে নিরাপদ স্থানে নোঙর করেছে।
 
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা বলেন, গভীর সমুদ্রে থাকা মাছ ধরা ট্রলারগুলো মহিপুর-আলীপুর খাপড়াভাঙ্গা নদীর পোতাশ্রয় নিরাপদ আশ্রয় নিয়েছে। আমার জানামতে এখন সাগরে কোন ট্রলার নেই।
 
পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে তা বিপদসীমার প্রায় ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু