ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আমাদের অস্তিত্ব


জাকিয়া রহমান  photo জাকিয়া রহমান
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ৯:৪৩
আমাদের অস্তিত্ব
জাকিয়া রহমান 
 
দিগন্তে ছেয়ে যখন নতুন আশা পাখা মেলেছিল-  
তুমি বলেছিলে, 
চলে যাই দূরে, কোথাও অনেক দূরে! 
দুজনে মিলে, গড়ি এক উজালা জগত।  
যেখানে আমাদের প্রেম হবে, 
বিকশিত গরিমার গরবে আলোকিত। 
 
আমি বলেছিলাম তার চেয়ে চলো!
দূরে কোথাও- 
শ্যামল কোন বনবীথির ছাওনিতে, 
কিংবা বনের ধারে নির্জনে।
গড়ে তুলি অনুপম এক শান্তির নীড়! 
যেখানে কোমল বাতাস খেলে বেড়ায় নিত্যদিন,
অজস্র আনন্দের স্রোতে। 
ভেসে বেড়ায় প্রজাপতি আর যত মধুপেয়
খুনশুটি করে নেচে বেড়ায় ফুলে ফুলে।
আর সেখানে ফুলের সুবাসে মহিত
আমাদের দুজনের মন হবে বিমোহিত,
শ্রমের ক্লান্তি ভুলে দুটি সুফলা বৃক্ষের মত।   
আমাদের জীবন জ্যোতি, 
যেন নীল আকাশে আলোর অর্ঘ্য
হয়ে, সার্থক করবে আমাদের অস্তিত্ব ।  

এমএসএম / এমএসএম