লটারির ড্র অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে লটারির ড্র নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত না হওয়ায় আর্থিক ক্ষতি ও প্রতারণার অভিযোগ এনে উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ৫ টিকিট ক্রেতা। বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের নিকট এই অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল জাতীয় রিক্সা ভ্যান শ্রমীক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার পৃষ্ঠপোষকতায় এবং দৈনিক বধুয়া র্যাফেল ড্র নামে একটি প্রতিষ্ঠানের পরিচালনায় দেবীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী ডোমার ও বোদা উপজেলার আংশিক এলাকায় লটারির টিকিট বিক্রি শুরু হয়। যার ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত পহেলা মে। কিন্তু নির্ধারিত দিনে প্রশাসনের হস্তক্ষেপে লটারি বন্ধ করে দেওয়া হয়। ড্র অনুষ্ঠিত না হওয়ায় কয়েক হাজার টিকিট ক্রেতা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারণা শিকার হয়। লিখিত অভিযোগে ভুক্তভোগীরা তাদের ক্রয়কৃত টিকিটের সিরিয়াল নাম্বারও উল্লেখ করেন।
অভিযোগকারীদের মধ্য থেকে নুরনবী, ফজলে রাব্বী ও নজরুল জানান, প্রশাসনের নাকের ডোগায় টিকিট বিক্রির সময় কেউ কিছু বলেনি। ড্র এর দিন হুট করে লটারি বন্ধ করে দেওয়া হয়। ড্র অনুষ্ঠিত না হোক অন্তত আমাদের সাধারণ মানুষের টিকিটের টাকা ফেরত দেওয়ারও কোন উদ্যোগ নেয়নি প্রশাসন।
উল্লেখ্য, এর আগে লোভনীয় পুরস্কার দেওয়ার কথা বলে মাইকিং করে ভ্রাম্যমাণ পরিবহনে লটারির টিকিট বিক্রি শুরু হলেও প্রশাসন তা বন্ধ করেনি। ৫দিন টিকিট বিক্রির পর ড্র অনুষ্ঠিত হওয়ার দিন (পহেলা মে) সকালে প্রশাসন লটারি বন্ধসহ তিনটি ব্যাটারিচালিত থ্রি হুইলার আটক করেন। ফলে নির্ধারিত দিনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়নি। ওইদিন সন্ধ্যায় বিক্ষুব্ধ ক্রেতারা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে ভাঙ্গচুর চালানোর চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে টিকিট বিক্রির প্রায় ৪০ লাখ টাকা লোপাটের বিষয়টি প্রকাশ পায়। ১৭ দিন পার হলেও ভুক্তভোগীদের পক্ষে এখনো প্রশাসনিক ভাবে কোন উদ্যোগ না নেওয়ায় ঘটনাটি এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেয়।
এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের মুঠোফোনে কল দিলে তিনি লাইন কেটে দেন।
এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান

গহীন পাহাড় থেকে ২১ জনকে উদ্ধার
