পটুয়াখালীতে স্কুল পড়ুয়া শিশু ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীতে এক ভিক্ষুক বৃদ্ধার ১২ বছরের স্কুল পড়ুয়া শিশু কন্যার ধর্ষনের অভিযোগ ধামাচাপা দিতে একাট্টা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের কাছে শায়েস্তা হওয়ার ৪ দিনের মাথায় দ্বিতীয়দফা ভিকটিমের বাড়ীতে গিয়ে শাসিয়েছেন সদর থানা পুলিশের নারী এসআই রুনা। ধর্ষনের পক্ষে দেয়া বক্তব্য পরিবর্তন না করলে ওই ভুক্তভোগী পরিবারকে জেলে পাঠানো হুমকী দিয়ে আসছেন ওই নারী এসআই। গত সোমবার (১৫-মে) দুপুরে তাদের বাড়ীতে উপস্থিত হয় সদর থানার এসআই রুনা ও শিপন। এসময় নারী এসআই ধর্ষনের বিপরীতে এবং থানা পুলিশের শায়েস্তা ও গাফলতি ঢাকতে ভিডিও বক্তব্য বৃদ্ধার কাছ থেকে নেয়ার জন্য জোরজবরদোস্তি করেন। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের সড়কের পাশে ঝুপড়ি তুলে বসবাস করেন ওই ছিন্নমুল পরিবারটি। এদিকে মঙ্গলবার সকালে অভিযুক্ত জবেদ শিকদারের ছেলে সেলিম শিকদার থানা পুলিশের পক্ষে এবং ধর্ষনের ঘটনা চেপে যেতে ওই বৃদ্ধাকে হাকমী-ধামকী দিয়েছেন বলে অভিযোগ ওই পরিবারের।
ভিকটিমের বৃদ্ধা মা বলেন-সোমবার দুপুরে একজন পুরুষ ও একজন নারী পুলিশ তার বাড়ীতে যান। এসময় এসআই রুনা ধর্ষনের অভিযোগটি আড়াল করে তাকে বক্তব্য দিতে বলেন। যা ওই পুলিশ কর্মকর্তা মোবাইলে রেকর্ড করবেন। এতে বৃদ্ধা আপত্তি জানালে এসআই রুনা তাকে জেলে পাঠানোর ভয়-ভীতি দেখান। বৃদ্ধা আরও বলেন-তাকে থানা থেকে কোন সহায়তা না করে পুলিশ বিদায় করেছেন, এটা বললে পুলিশের সমস্যা হবে। তার মেয়ে ওই বাড়ীতে আম পারতে গেছে, তা দেখে জবেদ শিকদারের বউ তার মেয়েকে মারধোর করছে, অন্য কিছু হয়নি। জবেদ শিকদারের বিষয়ে কোনো কিছু বলতে নিষেধ করেন এসআই রুনা। এসব বক্তব্য নিতে নারী এসআই তাকে জোরজবরদোস্তি করলে বৃদ্ধা নারী পাশে সরে যান। কিন্তু ভিকটিমকে আটকে রাখেন এসআই রুনা। তিনি আরও বলেন-নারী পুলিশের সঙ্গে একজন পুরুষ পুলিশ আসলেও তিনি কোনো খারাপ আচরন করেনি। তবে পুলিশের সঙ্গে আসা মেম্বর হারুন ধর্ষনের অভিযোগ এড়িয়ে যেতে তাকে চাপ দিয়েছেন।
সুত্র বলেন-সোমবার (১৫ মে) দুপুরে সদর থানা থেকে ভিকটিমের বাড়ীতে যান সদর থানা এসআই শিপন ও এসআই রুনা। এসময় তাদের সঙ্গে ছিলেন দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশীদ। এ প্রসঙ্গে ইউপি সদস্য হারুন অর রশীদ বলেন-পুলিশ তাকে সঙ্গে নিয়ে গেছেন। ভিকটিমের সঙ্গে পুলিশের কথার সময় তিনি দুরে ছিল, তাই কিছু জানেন না তিনি। ভিকটিমকে তিনি কোন প্রকার চাপ দেননি বলে দাবি করেন। এদিকে মঙ্গলবার সকালে ভিকটিমের বাড়ীতে যান অভিযুক্ত জবেদ শিকদারের ছেলে সেলিম শিকদার। এসময় ভিকটিমকে থানায় হাঝির হয়ে পুলিশের পক্ষে বক্তব্য এবং ধর্ষনের অভিযোগ আড়াল করে তাদের বক্তব্য দিতে হুমকী-ধামকী দেন সেলিম। এসব বক্তব্য না দিলে তাদের জেলে পাঠানোর হুমকী দিয়েছেন সেলিম।
ভিকটিমের বাড়ীতে যাওয়া বিষয়টি ¯^ীকার করে এসআই রুনা বলেন-যে কোনো মামলা সংক্রান্ত ঘটনায় আমি যেতেই পারি। কী কারনে গেছেন এমন প্রশ্নে তিনি বলেন-এ বিষয়ে আমার সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলেন। অপরদিকে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন-এসআই রুনা ভিকটিমের বাড়ীতে গেছে কিনা আমার জানা নাই। তিনি সদর থানার নারী শিশু হেল্পডে·ের দায়িত্বে আছেন। আমি গতকাল মিটিংএ ছিলাম, তাই এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন-উল্লেখিত ঘটনায় নিবির ভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। থানা পুলিশ এ ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আমি সদর সার্কেল অ্যাডিশনাল এসপিকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করছি।
প্রসঙ্গত-গত ১১ মে প্রতিবেশি জবেদ শিকার কর্তৃক ধর্ষনের শিকার হয় জনৈক ভিক্ষুক বৃদ্ধা স্কুল পড়–য়া ১২ বছরের শিশু কন্যা। ঘটনায় দুই ঘন্টার মাথায় ভিকটিম মেয়েকে নিয়ে বৃদ্ধা মা সদর থানায় হাঝির হয় অভিযোগ জানাতে। এসময় অভিযুক্তের পক্ষ নিয়ে ধর্ষনের অভিযোগ আমলে না নিয়ে উল্টো তাদের ১৩ ঘন্টা থানায় বসিয়ে রেখে নানা ভাবে শায়েস্তা করেন ওসি মনিরুজ্জামান। এমনকি ভিকটিমের মা তার মেয়েকে মেডিকেল পরীক্ষার দাবি জানালেও তা আমলে নেয়নি ওসি। নারী-শিশু হেল্প ডে·ে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে ভিকটিমের সঙ্গে রুঢ় ও অশালিন আচরন করেন এসআই রুনা। পরে কোন সহায়তা না পেয়ে রাত ১১টায় বাড়ী ফেরেন পরিবারটি। যা নিয়ে কয়েকটি গনমাধ্যমে সংবাদ হয়।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied