পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর-ভাংচুর; থানায় অভিযোগ

সকালের সময় প্রতিবেদকঃ-দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে এলোপাতারী ভাবে মারধর ও নিজের ভোগ দখলীয় সম্পত্তির ইট, সিমেন্ট,রড দিয়া পাকা সীমানা প্রাচীর,পিলারের বেজ জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ বিষয়ে দুই জনের নাম উল্লেখ করে করে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি আব্দুল মতিন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং পলাশ বাড়ি ইউনিয়নের উত্তর ধোবাকল গ্রামের বালাপাড়ায়।
লিখিত অভিযোগে আব্দুল মতিন বলেন, আমি থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, তফশীল-০১ জেলা- দিনাজপুর, থানা- পার্বতীপুর, মৌজা- ধোবাকল, জে এল নং- ৪৯,খতিয়ান এস. এ- ৫২০-খারিজ- ১৫০০ হোল্ডিং- ১০৪, দাগ নং- ২১০ ডি.পি- ৩০৬
জমির রকম- ডাঙ্গা,জমির পরিমাণ-০৬ শতকের মধ্যে ০৪ শতক সম্পত্তি আমার কবলাকৃত সম্পত্তি।কবলাকৃত উল্লেখিত সম্পত্তিতে আমি বসত বাড়ী নির্মাণ করার লক্ষ্যে ইট, সিমেন্ট, রড দিয়া সীমানা পাকা প্রাচীর ও পিলারের বেজ তৈরী করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসতেছি। জমি-জমা সংক্রান্তে বিরোধের জের ধরিয়া বিবাদী ১। মোঃ কামরুল ইসলাম (৫০), পিতা- মোঃ ওয়ারেছ আলী, ২। মোছাঃ সিরাজুম মুনিরা @ দুলালী (৪৫) স্বামী- মোঃ কামরুল ইসলাম, সর্ব সাং- উত্তর ধোবাকল, বালাপাড়া, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরদ্বয়- ইং ১৮/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ০১.৫০ ঘটিকার সময় আমার কবলাকৃত ভোগ দখলীয় নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তির ইট, সিমেন্ট, রড দিয়া সীমানা পাকা প্রাচীর ও পিলারের বেজ জোরপূর্বক ভাঙ্গিয়া ফেলিয়া বিনষ্ট করিয়া আমার অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার আর্থিক ক্ষতি সাধন করে। আমি বিবাদীদ্বয়কে বাধা নিষেধ করিতে থাকি। ইহাতে, বিবাদীদ্বয়-আমার উপর ক্ষিপ্ত হইয়া যায় এবং তাহাদের হাতে থাকা লাঠি-সোটা দিয়া আমাকে এলোপাতারী ভাবে মারডাং করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা- কালশিরাপড়া জখম করে। এছাড়াও বিবাদীদ্বয় আমাকে প্রকাশ্যে খুন-জখম করিয়া লাশ গুম করিবে বলিয়া হুমকি প্রদান করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করিতে থাকে।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত কামরুল ইসলামের ব্যবহৃত মোবাইল নং ০১৭২-৮০৫২৪০৪ কল দেয়া হলে তিনি জানান, একটু পর আমি আপনাকে কল করে জানাচ্ছি ভাই। আমি একটু বাইরে আসছি। পরবর্তীতে বিকেল সাড়ে ৩ টায় ০১৮৭০৭১২৫১৭ নম্বরে কল দিয়ে এই প্রতিনিধিকে বলেন, আমি কামরুল ইসলামের শশুর (মজিবর রহমান) আমরা এই বিষয়টা নিয়ে কোন মাথা ঘামাচ্ছি না! আমরা জানিই না যে থানায় অভিযোগ করছে কিনা।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
