ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ব্যারিস্টার সুমন একাদশকে হারিয়ে শহীদ রাব্বুল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
ঝিনাইদহে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদকে রুখতে এবং যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়াম ফুটবল মাঠে এ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র আয়োজনে ও পৃষ্টপোষকতায় এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম শহীদ রাব্বুল স্মৃতি সংসদ ফুটবল একাদশ ঝিনাইদহ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারি ও মাঠের খালি যায়গা। ৯০ মিনিটের খেলায় শহীদ রাব্বুল স্মৃতি সংসদ ফুটবল একাদশ তিন-একগোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে পরাজিত করে। ব্যারিস্টার সৈয়দ সুমন একাদশের হয়ে ব্যারিস্টার সুমন ১ টি গোল করতে সক্ষম হন।
প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক খেলাটি উদ্বোধন করেন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আশিকুর রহমান পিপিএম বার, খেলার আয়োজক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু,ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেব,কেসি কলেজের অধ্যক্ষ(অবঃ) মোঃ রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ প্রমূখ।
এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং খেলার আয়োজক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে তিনি ধন্যবাদ জানান এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।
খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার আশিকুর রহমানসহ অতিথিরা। তীব্র উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন দর্শকরা। কিছু বুঝে ওঠার আগেই খেলা শুরুর ১২ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল দিয়ে দলকে এগিয়ে নেয় শহীদ রাব্বুল স্মৃতি সংসদ একাদশের খেলোয়াড় জুলফিকার। চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ২২ মিনিটের মাথায় আরও এক গোল দিয়ে ২-০ গোলে এগিয়ে যায় শহীদ রাব্বুল স্মৃতি সংসদ। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ব্যারিস্টার সুমন একাদশের খেলেয়াড়রা।
কিন্তু প্রতিপক্ষ শিবিরে হানা দিতে গিয়ে নিজেদের রক্ষণ ছেড়ে আসায় আরও একটি গোল হজম করতে হয় তাদের। ৩-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। খেলার ৬২ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় ব্যারিস্টার সুমনের দল। পেনাল্টিতে একটি গোল করে দলকে এগিয়ে দেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্যারিস্টার সুমন এর দলের। স্বরণ কালের উলে¬খযোগ্য দর্শক সমাগমে মুখরিত ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম।
নির্মল বিনোদন উপভোগ করেছে শহর এবং জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত মানুষ ও সকল শ্রেনী-পেশার মানুষ। খেলার আয়োজক ও প্রধান পৃষ্টপোষক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু মাঠে দর্শকদের মাঝে উপস্থিত থেকে এবং দিকনির্দেশনা দিয়ে খেলা উপোভোগ করেছেন।এ প্রীতি ফুটবল ম্যাচে শহরের নানা বয়সী বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এমএসএম / এমএসএম
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং