ডামুড্যায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
"স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয় " শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডামুড্যায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে।সোমবার (২২ মে) সকাল ১০টার সময় উপজেলা হলরুমে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন ও আলোচনা করা হয়েছে। স্মার্ট ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার ৷
উপজেলা নির্বাহীঅফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,সরকারী আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাঈদ মোল্লা,ডামুড্যা উপজেলার ভূমি রেজিস্ট্রার অফিসার, ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান , মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মৃধা,প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন প্রত্রিকার উপজেলার প্রতিনিধি কালাম সরদার সহ প্রমুখ।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয়না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
তারা পরিবারের প্রবীণদের ভূমি সংক্রান্ত সেবা পেতে সাহায্য করতে পারে। কারণ, বয়স্করা অনেক সময় অনলাইনে ডিজিটাল সেবার বিষয়গুলো তেমন বুঝে উঠতে পারেন না। অনুষ্ঠানে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সরকারি কমিশনার ভূমি সবিতা সরকার ।অনুষ্ঠান শেষে গণশুনানির মাধ্যমে ভূমি সেবা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত
মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান
দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার
রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু
জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক
বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।
রায়পুর ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মিলছেনা সেবা