বাজারের গণশৌচাগার ভেঙ্গে দোকান নির্মাণ করলেন ইউপি সদস্য শরীফ
কক্সবাজার সদরের খরুলিয়া গরুর বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সরকারের দেওয়া দুটি গণশৌচাগার ভেঙ্গে জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মোটা অংকের টাকা নিয়ে বর্তমানে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে ফার্নিচার ব্যবসায়ীদের কাছে। জমি দখলে নিতে সামনে থাকা পানির পাম্পটিও গায়েব করে দেয়া হয়েছে। সরজমিনে গিয়ে এমনদৃশ্য দেখা গেছে।
অভিযোগ উঠেছে, ঝিলংজার ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারগুলো গুঁড়িয়ে দিয়ে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে করে চমর দুর্ভোগে পড়েছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যে এর প্রতিকার চেয়ে উপকারভোগী বাজারের ব্যবসায়ীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসকসহ দুদকে অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, রহস্যজনক কারণে সংশ্লিষ্ট প্রশাসন ইউপি সদস্য শরীফ উদ্দিনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। উল্টো অভিযোগকারীরা এখন বিভিন্ন রকম হুমকি এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, সরকারি টয়লেট গুঁটিয়ে দিয়ে দোকান নির্মাণের অভিযোগ পেয়ে তদন্তে গিয়েছিলাম। সেখানে টয়লেট বা টিউবওয়ের কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায় নি।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও প্রকল্পটি বস্তবায়ন করা সাজেদা আক্তার বলেন, পরিষদের ১% বরাদ্ধ থেকে ২০১৭ সালে ২ লাখ টাকা ব্যয়ে ২ টি টয়লেট আমি নির্মাণ করেছিলাম। উপজেলা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনকে কাজ শেষে প্রকল্পটি বুঝিয়ে দিয়েছিলাম। পরে তা আর কি হয়েছে না হয়েছে আমার জানা নেই।
স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে গড়ে তোলা এই গণশৌচাগার ২টি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। কিছুদিন যেতে না যেতেই গণশৌচাগারগুলোসহ পেছনে থাকা জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ইউপি সদস্য শরীফের। এরপর থেকে ওই জমি দখলের ছক আঁকতে শুরু করেন তিনি।
অভিযোগ আছে, জমির মালিক নুরুল আলম শরীফের আঁকা দূর্ভেদ্য জালে পা দিলে শরীফ লিখে নেন ওই জমির অর্ধেক অংশ। দীর্ঘদিন গণশৌচাগারগুলো রক্ষণাবেক্ষণ এবং কর্তৃপক্ষ নজরদারি না করায় প্রথমে টিন দিয়ে ঘিরে রাখা হয়। পরে টিউবওয়েলটি মাটি চাপা দিয়ে গণশৌচাগারগুলো গুঁটিয়ে দিয়ে সেখানে পাকা স্থাপনা তৈরী করে ফার্নিচার ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন শরীফ। বর্তমান চিত্র দেখলে গণশৌচাগার বা টিউবওয়ের কোন চিহ্নও নেই সেখানে। অথচ গণশৌচাগার ও টিউবওয়েল নির্মাণে সরকারের আড়াই লক্ষ টাকা জলে গেছে দাবী স্থানীয়দের।
নিরুপায় হয়ে স্থানীয় ব্যবসায়ীরা সড়কের পাশে খোলা জায়গায় বানিয়েছেন গণশৌচাগার। এতে চলাচল করা স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। মুখ ঢেকে পার হতে হয় ওই এলাকা। সরকারি জমিতে অবৈধভাবে গণশৌচাগার নির্মাণ করে অর্থ জলে যাওয়ায় সংশ্লিষ্ট কারো কোন মাথা ব্যাথা নেই। অপরদিকে, গরুর বাজারে গণশৌচাগার থাকার বিষয়টি জানেন না সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা।
গণশৌচাগার গুঁড়িয়ে দিয়ে দোকান নির্মাণের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য শরীফ উদ্দিন বলেন, শুধু আমি নই এখানে খাস জমি দখল করে দেড়শো দোকান নির্মাণ করা হয়েছে। এখানে গণশৌচাগার ছিলো দশ বছর আগে। এরপর তিনজনের হাত বদল হয়ে খাস জমিটি আমি কিনে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছি। খাস কিভাবে কেনা যায় জানতে চাইলে তিনি বলেন, সবাই যেভাবে কিনেছে আমিও সেভাবে কিনেছি। তারপরেও যদি প্রশাসন যদি চাই ভেঙ্গে দিয়ে বাজার বড় করবে তাহলে আমার আপত্তি নাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকারিয়া বলেন, অভিযোগটি তদন্তের জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied