ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সমন্বয়ের নামে ছেলেদের চাল লুটপাট! বরাদ্দ ৪০কেজি, জেলেরা পায় ৩০কেজি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৪:৫৫
মানবিক কর্মসূচির আওতায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের জন্য ৪০ কেজি চাল বরাদ্দ থাকলেও জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে ৩০ কেজি করে। বরাদ্দের বাকি চাল লুটপাটের অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সচিব ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে। শনিবার (২৭ মে) নাজিরপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণে এমন অভিযোগ পাওয়া যায়।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা দরিদ্র জেলেদের জন্য মানবিক কর্মসূচির আওতায় নাজিরপুর ইউনিয়নের ৬৮৩ জন নিবন্ধনকৃত জেলেদের ৪০ কেজি হারে ২৭.৩২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
ওই চাল বিতরণকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজিরপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানদী কামিল মাদ্রাসা মাঠে চাল বিতরণ করছেন ইউপি সদস্যরা। জেলেদের নাম প্রতি ৪০ কেজি চাল বরাদ্দ থাকলেও বিতরণ করা হচ্ছে ৩০ কেজি করে। সরেজমিনে নেই দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও ইউপি সচিব। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ঝাপ শুরু করেন প্যানেল চেয়ারম্যান আলম মেম্বার।
চাল নিয়ে ফেরার পথে ২ নম্বর ওয়ার্ডের জেলে মো. ফিরোজ (৪৭) বলেন, জনপ্রতি ৪০ কেজি করে চাল বরাদ্দ আমাদের। দিছে ৩০ কেজি। তবে বস্তা দেখে মনে হয় ৩০ কেজিরও কম। 
৫নং ওয়ার্ডের জেলে ইউনুছ গাজী ও মো. হাবিব হাওলাদার চাল নিয়ে বাড়ি যাচ্ছেন। তাদের সাথে কথা হলেও তারও জানান, আমাদের নামে নামে ৪০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও ৩০ কেজি করে দেওয়া হয়েছে। এভাবে সকল জেলেদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিরতণ নিয়ে সকল ইউপি সদস্যদের নিয়ে গোপন বৈঠক করেন। ওই বৈঠকে জেলের ৪০ কেজির চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিরতণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৮৩ জন নিবন্ধনকৃত জেলেদের ১০ কেজি করে চাল কম দিলে তাতে প্রায় ৭মেট্রিক টন চাল অবশিষ্ট থাকে। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ওই টাকা ইউপি সদস্যরা খরচ হিসেবে ভাগ করে নিবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। 
এবিষয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. আলম হোসেন বলেন, আমরা চাল যে রকম পাইছি সেরকম দিছি। তবে ৪০ কেজিতে ৩০ কেজি চাল দেওয়া হয়েছে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি প্যানেল চেয়ারম্যান আলম হোসেন।  
এবিষয়ে জানতে চাইলে নাজিরপুর ইউপি সচিব মো. আবু বকর বলেন, বরাদ্দ কম, তাই বাকি জেলেদের সাথে সমন্বয় করতে চালও কম দেয়া হচ্ছে।
এবিষয়ে উপজেলা সিনিয়র সহকারী মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, বরাদ্দের চেয়ে নাম বেশি থাকায় ২ কেজি করে কম দিয়ে সমন্বয়ের কথা বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ