ডিএসসিসির ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া,অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে

রাজধানীর সবুজ বাগ থানাধীন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক জিয়া অন্ধকার জগতের সব অপরাধীদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এলাকায়।ঐ এলাকায় হেন অপরাধ নেই যার সাথে কাউন্সিলরের সম্পৃক্ততা নেই।
জানা গেছে, সরকারবিরোধী তৎপরতা পরিচালনাকারীদের আশ্রয় দেয়ার বাইরেও কাউন্সিলর জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে অবৈধ ভাবে ড্রেজার ব্যাবসা,নারীকে হেনস্থা, অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক অটোরিকশার চাঁদাবাজি, জায়গা-জমি দখল, ভূমিদস্যুতা,জুয়ার আসর পরিচালনা, কিশোর গ্যাং, সড়কের জমিতে ভবন নির্মাণ করাসহ নানা অভিযোগ উঠে এসেছে।ইতোপূর্বে তার বিরুদ্ধে অবৈধ এসব অভিযোগে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
অনুসন্ধান করে খোঁজ নিয়ে জানাগেছে, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দলীয় প্রভাবে সাবেক নাসিরাবাদ ইউনিয়নে (ভাইগদিয়া) এলাকায় একের পর এক জমি দখল, ফুটপাত নিয়ন্ত্রণ,এলাকায় চলাচলকারী সিএনজি ও ব্যাটারীচালিত অটো রিকসা ইজিবাইক পরিবহনে চাঁদাবাজি,অবৈধ ড্রেজার ব্যাবসা, জুয়ার আসর পরিচালনা সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান,নন্দীপাড়া বাজার, দক্ষিণগাঁও নয়াবাগ, কুসুমবাগ, বেগুনবাড়ী, মানিকদিয়া, উত্তর মানিকদিয়া চেয়ারম্যানবাড়ী এলাকার সকল স্থানেই রয়েছে তার একচ্ছত্র আধিপত্য।এসব এলাকার মধ্য দিয়ে চলাচলরত শত শত সিএনজি ও ব্যাটারীচালিত অটো রিকসা ইজিবাইক থেকে চাঁদা তোলা হয়।৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক জিয়ার নেতৃত্বে মোকলেস নামক এক লাইন ম্যানকে দিয়ে চাঁদার টাকা উত্তোলন করা হয়।প্রতিদিন একেকটি গাড়ি থেকে তাকে ১০০-১৩০ টাকা চাঁদা দিতে হয় ।কাউন্সিলর জিয়ার নিজের অবৈধ ড্রেজারের ব্যাবসা রয়েছে।
স্থানীয় বিএনপি নেতা কর্মীদের তিনি নানা সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন।বিএনপির স্থানীয় সরকার বিরোধী নেতা বহু মামলার আসামী মোঃ নজরুল ইসলাম,নিজাম ও আজিম কে দিয়ে তিনি এসব নিয়ন্ত্রন করেন বলেও জানাগেছে।কাউন্সিলর জিয়ার প্রত্যক্ষ তত্বাবধানে মেরাদিয়া আফতাব নগর এলাকায় আলম মেম্বারের জুয়ার আড্ডা বসে।এখানে প্রতিদিন কাউন্সিলর জিয়া সহ বিভিন্ন লোকজন কয়েক লক্ষ টাকার জুয়া খেলেন।
জিয়া কাউন্সিলর নির্বাচিত হয়েই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।তার পালিত সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে চায় না।তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে এলাকাবাসী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক জিয়া দৈনিক সকালের সময়কে বলেন, আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে আমি ব্যাবস্থা নেব।
এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ
Link Copied