ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পলাশে ইউপি কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ বিকাল ৬:৩৬

নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলাসহ চেয়ারম্যানের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে। শপথ গ্রহণের পর নবনির্বাচিত স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ। এ ঘটনায় শুক্রবার রাতে পলাশ থানায় লিখিত অভিযোগ করেছেন ইউনিয়ন আ‘লীগ সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করছেন নবনির্বাচিত চেয়ারম্যান। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে পলাশ উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা এবং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদায়ী চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া জানান, ২১ জুন প্রথম ধাপের নির্বাচনে নৌকার প্রার্থী বদরুজ্জামান ভূঁইয়াকে পরাজিত করে বিএনপি-জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন চৌধুরী জয়লাভ করেন এবং গত ২৮ জুলাই নবনির্বাচিত চেয়াম্যান জাকির হোসেন শপথ গ্রহণ করেন। পরে ২৯ জুলাই রাতে চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর নেতৃত্বে শাম্পু মিয়া, মাসুদ মিয়া, হাবিব, আইয়ূব মিয়া ও মনির হোসেনসহ দুই শতাধিক সমর্থক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলে ভাংচুর চালায়। পরে পরিষদে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাঁধানো ছবি, চেয়ারম্যানদের নামের তালিকার বোর্ডসহ ব্যাপক ভাংচুর করে।

এছাড়া বাইরে থাকা স্থানীয় সংসদ সদস্যদের ছবিসংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীকে প্রধান অভিযুক্ত করে ১২ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত দুই থেকে আড়াই শতাধিক সমথর্কদের নামে লিখিত অভিযোগ করেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শরীফুল হক, সাধারণ সম্পাদক এসএম শফি, জেলা আ‘লীগের সদস্য মাহফুজুল হক টিপু, জিনারদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর কামরুল গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গজারিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী জানান, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তবে পোস্টার ও ছবি কে বা কারা ছি‍ঁড়ে ফেলেছে বলে শুনেছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান

আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই

যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

লাকসামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিসমিল্লাহ্ বেকার্স’র শুভ উদ্বোধন

নির্বাচনের সঙ্গে ‘মব’ চলতে পারে না: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী