ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জড়িত ডাকাত, জনপ্রতিনিধি ও পুলিশ

কক্সবাজারে ইউপি সদস্যের নেতৃত্বে শতকোটি টাকার অবৈধ গরু পাচার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩০-৫-২০২৩ দুপুর ১১:৪২

মিয়ানমার সীমান্ত থেকে কক্সবাজার রামু ঈদগড় হয়ে গত চার মাসে শুধু এক ইউপি সদস্যের নেতৃত্বে পাচার হয়েছে ১০ হাজার অবৈধ গরু। এই অবৈধ গরু পাচার চক্রের সাথে ডাকাত, ইউপি সদস্য, চেয়ারম্যান ও পুলিশ জড়িত থাকার অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ গরু পাচারের সময় ব্যাবহার করা হচ্ছে ভারী অস্ত্র। পাশাপাশি পাচার করা হচ্ছে ইয়াবা, অস্ত্র ও গোলাবরুদ। এসব বন্ধে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা পুলিশ প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন সহযোগিতা পায়নি বলে জানান তারা।

তাদের দাবী, গত চার মাসে ঈদগড় ইউপি সদস্য রুস্তম আলী একাই ১০ হাজার অবৈধ গরু পাচার করেছে। যার আনুমানিক বাজার মূল্য শতকোটি টাকা। এসব গরু ক্রয়ে মিয়ানমারে টাকা পাঠাতে ব্যাবহার করা হয়েছে হুন্ডি। এতে সরকার কোটি কোটি রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্রে জানা যায়, এসব অবৈধ গরু পাচারে সহযোগিতা করার জন্য গরু প্রতি রামু ঈদগড় পুলিশ নেন ৫০০ টাকা, ঈদগড় ইউপি চেয়ারম্যান নেন ৫০০ টাকা, বাইশারি ইউপি চেয়ারম্যান নেন ৫০০ টাকা, বাইশারি পুলিশ ফাড়ি ও নাইক্ষ্যংছি থানা পুলিশ নেন ৫০০ টাকা, আলী কং পুলিশ ক্যাম্প ও কাগজি খোলা পুলিশ ফাড়ির কর্মকর্তারা নেন ৫০০ টাকা, ঈদগাহ থানা পুলিশ ৫০০ ও মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ৫০০ টাকা। এভাবে চেয়ারম্যান ও পুলিশকে গত চার মাসেই কয়েক কোটি কোটি টাকা মাসোহারা দিয়েছে ইউপি সদস্য রুস্তম চক্রের সদস্যরা।

যদিও এসব জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গরু প্রতি মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে গরু পাচার চক্রের এক সদস্য জানান, ঈদগড় ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের সদস্য রুস্তম ও তার দুই ভাই মিলে গড়ে তোলেছেন বিশাল গরু পাচার চক্র। এই চক্রের প্রতিটি সদস্য হত্যা, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী। রাতে গরু পাচারের সময় তারা ব্যাবহার করে ১৮ ইঞ্চি চাইনিজ রাইফেল, এল এম জি ৩৬ বন্দুক, ঠেলা বন্দুক, ১ নলা ২০ ইঞ্চি থ্রি কোয়ার্টার বন্দুক, ৩৬ ইঞ্চি লম্বা বন্দুকসহ অনেক ভারী অস্ত্র। এই সব অস্ত্র নিয়ে গরু পাচার ছাড়াও ডাকাতি, অপহরণ, হত্যা, মাদক ব্যাবসাসহ সব ধরনের অপরাধ জগত নিয়ন্ত্রণ করে তারা।

সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্ত থেকে কক্সবাজারের কয়েকটি পয়েন্ট দিয়ে অবৈধভাবে গরু পাচার হয়। এসব গরু চকরিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় পৌছানোর জন্য গড়ে উঠেছে কয়েকটি পাচার চক্র। এর মধ্যে অন্যতম ইউপি সদস্য রুস্তমের পাচার চক্র। রুস্তম বড় বড় গরু ব্যাবসায়ীদের সাথে গরু প্রতি ২২ হাজার টাকা চুক্তির মাধ্যমে গরু পৌছে দেন। মিয়ানমারের সীমান্ত থেকে আর এস ও সশস্ত্র বাহিনী গরু নিয়ে ঈদগড়ের ইউপি সদস্য রুস্তমের চক্রের সদস্যদের বুঝিয়ে দেয়। সেখান থেকে অস্ত্র নিয়ে পাহারা দিয়ে ঈদগাহ পর্যন্ত নিয়ে যায় তারা। ঈদগাহ থেকে ৪ হাজার টাকা চুক্তিতে চকরিয়াসহ বিভিন্ন জায়গার ব্যাবসায়ীদের গরু বুঝিয়ে দেন ঈদগাঁহ কালির ছড়া এলকার কাইয়ুম উদ্দিন।

ঈদগড় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীর গরু পাচার চক্রে তার দুই ভাই আয়ুব আলী ও শওকত আলীও রয়েছে। তার মধ্যে আয়ুব আলীর রয়েছে ১টি ঠেলা বন্দুক। রয়েছে একাধিক মামলা। শওকত আলীর আছে ১টি বন্দুক ও একাধিক মামলা। এছাড়াও তাদের চক্রের অন্যান্য সদস্যরা হলেন, ঈদগড় ৯নং ওয়ার্ড করলিয়া মোড়া এলকার বদিউজ্জামানের ছেলে করিম হুজুর। হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী সে। তার রয়েছে ১টি এল এম জি ৩৬ বন্দুক। একই এলাকার আজিজুর রহমানের ছেলে নুর কামাল প্রকাশ ডাকাত কামাল। হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী সে। তার রয়েছে ১৮ ইঞ্চি চাইনিজ রাইফেল। কাশিম আলীর ছেলে সৈয়দ করিম। একাধিক মামলার আসামী সে। তার রয়েছে ১ নলা ২০ ইঞ্চি থ্রি কোয়ার্টার বন্দুক। আবুল খায়েরের ছেলে জসিম উদ্দিন। একাধিক মামলার আসামী সে। রয়েছে ৩৬ ইঞ্চি লম্বা বন্দুক। আব্দুল খালেকের ছেলে জয়নাল উদ্দিন। একাধিক মামলার আসামী সে। আমির হোসেনের ছেলে আমিরুজ্জামান। ডাকাতি মামলার আসামী সে। রয়েছে ১টি ঠেলা বন্দুক। ঈদগাহ উপজেলার ঈদগাঁহ ইউনিয়ন কালির ছড়া এলাকার মোঃ কাইয়ুম। 

এ বিষয়ে জানতে ঈদগাহ কালিরছড়া এলাকার কাইয়ুম উদ্দিন কোন ধরনের অবৈধ গরু পাচার চক্রের সাথে জড়িত নয় বলে জানান 

এ বিষয়ে জানতে চাইলে এই চক্রের প্রধান ঈদগড় ইউপি সদস্য রুস্তম আলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভ হয়নি। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠচনো হলেও কোন মন্তব্য করেননি তিনি।

জানতে চাইলে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো জানান, আমার এলাকার ইউপি সদস্যসহ গরীব লোকজন অবৈধ গরু পাচার করে কিছু টাকা আয় করে খাচ্ছে। এক তারা কৃষি কাজ ও দিনমজুরের কাজ করত। তারা এখন লাখপতি ও কোটিপতি। বৈধ হোক পন্থায় হোক অবৈধ পন্থায় তাদের আমি সহযোগিতা করি। আমার এলাকা নিয়ে না লিখে চকরিয়ায় যারা গরুর আড়ত খুলে বসে আছে তাদের বিরুদ্ধে কিছু করেন। গরু প্রতি ৫০০ টাকা মাসোয়ারার বিষয়টি অস্বীকার করেন তিনি। 

জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হোসেন বলেন, কয়েকমাস আগে মাসোহারার বিষয়ে অভিযোগ পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যিনি ইনচার্জের দায়িত্বে আছেন তার বিরুদ্ধে কোন অভিযোগ এখন পর্যন্ত আসে নাই। আমাদের নামে যদি কেউ টাকা নিয়ে থাকে তার দায়ভার তো আমরা নিতে পারি না। 

জানতে চাইলে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলি সুপার মোঃ মিজানুর রহমান জানান, অনেকেই তো অভিযোগ করে কেউ সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে না। প্রমাণ দেওয়ার দায়িত্ব কি অভিযোগকারীর কিনা জানতে চাইলে বলেন, আমরা অভিযোগের বিষয়টি তদন্ত চলমান রয়েছে। প্রমান পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমরা যৌথ অভিযানের জন্য  নিয়মিত জেলা প্রশাসন, বিজিবি ও র্যাবের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। বেশ কয়েকবার অভিযানে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল এবং থাকবে। চোরাই বা অবৈধ পণ্যের প্রতি আমাদের অভিযান সবসময় ছিল এবং থাকবে। তিনি বলেন, পুলিশ প্রশাসনের মাসোহারা বা আর্থিক লেনেদের বিষয়ে কেউ কখনো অভিযোগ দেয়নি। তারপরেও আমরা তদন্ত করে দেখব পুলিশ প্রশাসনের কোন ব্যাক্তি যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত