দশ দেশের কবিদের অংশগ্রহণে ‘ইন্টারন্যাশনাল নজরুল পোয়েট্রি ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

‘কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান’ এই শ্লোগানের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে র্যালিসহ কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় কবিতা মঞ্চ। কবি গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে এবং জাহানারা রেখা ও লিপি আক্তারের সঞ্চালনায় রাশিয়া, ইরান, ভারত, তুরস্ক, নেপাল, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের কবিদের অংশগ্রহণে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সারাদিনব্যাপী কবিতা, গানও আলোচনায় কবি, সাহিত্যিক, পাঠক, লেখক ও অতিথিদের মিলনমেলায় চমৎকার আনন্দঘন পরিবেশের মধ্যে বৃহস্পতিবার এ দিনটি পালিত হয়।
প্রথম পর্বে অতিথি ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি বিগ্রেডিয়ার জেনারেল নাসিমুল গনি, বীর প্রতিক কর্নেল দিদারুল আলম, উদ্বোধক এম মিরাজ হোসেন, প্রধান আলোচক কবি আল মোজাহিদী, বিশেষ অতিথি অধ্যক্ষ আবুল কালাম আজাদ পাটোয়ারী, বিশেষ আলোচক আসলাম সানী।
২য় পর্বে প্রধান অতিথি ছিলেন ইরান এম্বাসীর কালচার কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী। এছাড়াও উপস্থিত ছিলেন ইরানিয়ান কবি প্রফেসর মাজিদ পাইয়ান, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি মফিজ উদ্দিন ফরিদ, কবি আরিফুজ্জামান খান, ডক্টর খালিকুজ্জামান, রাশিয়ান কবি সুফিয়া, নেপালী কবি ভুজকুমার, অস্ট্রেলিয়ান কবি প্রফেসর সেবেদী, খান আক্তার হোসাইন, ড. আবু তাহের, ড. মো. হাফিজুর রহমান, কবি মুজিবুর বকুল, কবি ইকবাল খান, নাসরিন খান, অনিতা আনন্দ কবিতা, মোহাম্মদ আমির হোসেন, কাজী সাব্বির, মন্জু খন্দকার, প্রিন্স মনিরুজ্জামন, আবুল খায়ের, সিহাব রিফাত আলম, মো. আ. গণি ভুঁইয়া, কবি অহেদুর রহমান, এস এম শাহনুর, স ম দেলোয়ার জাহান, রথীন্দ্রনাথ সরকার, ফজলে রাব্বি, কবি তামান্না, কবি তাসনোভা, কবি আর মুজিবসহ ভারতের ৫০ জন কবি এবং সারা দেশের হাজারের অধিক কবি, লেখক, সাহিত্যিক। দেশ বিদেশের বহু কবি-শিল্পী গান ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশের শিশুশিল্পী এস এম রাজন সংগীত পরিবেশন করে। স্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত, লিপি আক্তার সম্পাদিত ‘যৌথ কাব্যগ্রন্থ পরানের গহীনে, কবি শরীফ খানের একক কাব্যগ্রন্থ ‘বিপ্লবের ছোঁয়া’ কবি কাজল আক্তার নিশির একক কাব্যগ্রন্থ ‘গহীনের ভাবনা’ বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইরান এম্বাসীর কালচার কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী বলেন, ‘বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পারস্য সাহিত্যের প্রভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। পারস্য সাহিত্যের সেরা কবিদের কবিতাসাহিত্য অনুবাদ করে তিনি পারস্য সাহিত্যের সাথে বাংলার সাহিত্যের এক দৃঢ় বন্ধন তৈরি করেছেন’। অনুষ্ঠানটির সাবির্ক তত্বাবধানে ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সহ-সভাপতি শামসুল হক বাবু। সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ
