অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে ধাক্কা দিয়ে বের করলেন ইউএনও
কক্সবাজার মহেশখালী উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য ডরমেটরি ভবন ভাঙ্গার নিলামে অনিয়মের প্রতিবাদ করায় মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে উপজেলা ভবন থেকে প্রকাশ্যে ধাক্কা দিয়ে বের করে দিলেন ইউএনও। এছাড়াও উপজেলা ভবনের ত্রি-সীমানায় দেখলে গ্রেফতার করবে বলে হুমকিও দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার হালিমুর রশিদ, রিফন উদ্দিন ও এস এম নুরুল হক নামের তিন ব্যাক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কয়েকদিন আগে গোপনে পছন্দের লোকজনকে দিয়ে সেমিপাকা মার্কেট ভাঙ্গা বিষয়টি নামে মাত্র বিক্রি করে দিয়েছেন এরপর পাশে ডরমিটরি ভবনও তার লোকজন দিয়ে নিলাম দেওয়ার চেষ্টা করেন। ৩০ মে মঙ্গলবার নিলামের বিষয়টি জানাজানি হলে নিলামে অংশ নিতে যান মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার হালিমুর রশিদ, ঠিকাদার নুরুল হক,রিফন উদ্দিন সহ আরও বেশ কয়েকজন ঠিকাদার।
নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ ডাকে নিলামটি পান মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার হালিমুর রশিদ। উক্ত কাজ থেকে ইউএনও কমিশন দাবি করলে প্রতিবাদ করেন ছাত্রলীগ নেতা।এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও মোঃ ইয়াছিন তার পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে দিবে বলে হুমকি দেন। এবং ইউএনও দাম্ভিকতা নিয়ে বলেন 'আমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট যা খুশি করতে পারি'। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগ নেতাকে। এক পর্যায়ে উপজেলা ভবন থেকে ধাক্কা মেরে বের করে দেন। পরে উপজেলা ভবনের ত্রি-সীমানায় দেখলে গ্রেফতারের হুমকি দেন বলেও অভিযোগে উল্লখ করা হয়।
এ বিষয়ে মহেশখালী ছাত্রলীগের সাবেক সভাপতি হালিমুর রশিদ বলেন, সিন্ডিকেট করে উপজেলা মসজিদে সেমিপাকা ভবন গোপন বিক্রি করে দিয়ে প্রকাশ্য ডাক দেয়নি। ডরমিটরি ভবনও ইউএনওর লোকজনকে দিয়ে দিতে চেয়েছিল। আমরা খবর পেয়ে নিলামে অংশ গ্রহণ করি এবং আমি সর্বোচ্চ ডাকে টেন্ডারটি পেয়েছি। এরপর ইউএনও কমিশন দাবি করলে আমি অপারগতা প্রকাশ করি এবং প্রতিবাদ করি। তখন সে বলেন, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট যা খুশি করতে পারি' বলে প্রকাশ্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে উপজেলা ভবন থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে গ্রেফতারের হুমকি প্রদান করেন। আমি বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এবিষয়ে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান, কোন ব্যাক্তি যদি আমার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে তাহলে সেটা কর্তৃপক্ষ দেখবেন। তারা তদন্ত করে প্রমাণ পেলে আমাকে যে শাস্তি দেয় আমি মেনে নিব।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। যদি সত্যতা পায় তাহলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান