শ্রীনগরে বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিংয়ে বাড়ছে ভোগান্তি

শ্রীনগরে বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। একদিকে দিনরাত সমান তালে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং অপরদিকে প্রচন্ড গরম ও তাপদাহ সব মিলিয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এর আগে গেল কাল বৈশাখীর ঝড়ে বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎতের জরাজীর্ণ খুঁটি ভেঙ্গে পরার পাশাপাশি শতাতাধিক স্থানে তার ছিড়ে গিয়ে বেশীরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ২/৩ দিন সময় লেগেছে। এরই মধ্যে ফের লোডশেডিং বাড়ার ফলে এ অঞ্চলে দিনের ১২/১৩ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এছাড়া মাঝে মধ্যেই দেখা যায় সংশ্লিষ্টদের পূর্ব ঘোষণা ছাড়াই পল্লী বিদ্যুৎ লাইনের বিভিন্ন কাজের জন্য দিনব্যাপী বিদ্যুৎ সেবা বন্ধ রাখা হচ্ছে। উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ কিছুকিছু প্রতিষ্ঠান বা দপ্তরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আগাম নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে এ ব্যাপারে কোন মাইকিং বা কোন ধরনের প্রচার প্রচারণা করা হয়না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ধারনা করা হচ্ছে শ্রীনগরে মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক সুবিধাও পাওয়া যাচ্ছে না। সামনে বিদ্যুৎতের এই পরিস্থিতিতে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দিনরাত সমান তালে দীর্ঘ লোডশেডিং হয়েছে। এতে ঘন্টা পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হচ্ছে এলাকাবাসীর। এ অবস্থায় বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ভেপসা গরমে শিশুদের ফুড পয়েজনিং, শরীর জ্বালা-পোড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কাও। এছাড়া লোডশেডিংয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রাইস মিলসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে আসা অসংখ্য মানুষ বিদ্যুৎ অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। সুশীল মহল বলছেন, বিদ্যুৎ লোডশেডিংয়ের ধারা অব্যাহত থাকলে বাসা বাড়িতে মানুষের শান্তিতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। গরমে মানুষ অসুস্থ হয়ে পড়বে। শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা জানান, জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এতে লোডশেডিং বাড়ছে। লোডশেডিংয়ের ধারা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রীনগরে বিদ্যুৎ চাহিদা ৯ মেগওয়াট। এর মধ্যে এখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে সাড়ে ৪ মেগওয়াট।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
