ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অপেক্ষার প্রহর  


লিপি আক্তার photo লিপি আক্তার
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১:২৪

অপেক্ষার প্রহর    
লিপি আক্তার 

ছেলে : কিছু বলার ছিল!

মেয়ে : এখন থাক, যদি কখনো তোমার বুকে ফিরি
কথার বাসর সাজিয়ো
নিমগ্নতায় ডুবে মুখর হবো, ভেসে যাবো চৈত্র পূর্ণিমায়।

ছেলে : মিছে স্বান্তনা!

মেয়ে : দেখে নিও, কোন এক নিরব রাতে
তোমার নগ্ন বুক ভিজে যাবে উত্তপ্ত হাওয়ার ক্রন্দনে।

ছেলে : কিন্ত---!

মেয়ে : উদ্বেলিত প্রাণ উদ্ভাসিত হবে অনুভূতির দেশে
“যেখানে সঞ্চয় কেবল’ই ভালোবাসা”।

ছেলে : ভয় হয়!

মেয়ে : কথা দিচ্ছি, সেদিন ভেজা বরফে চোখ রেখে
সমুদ্র ছুঁয়ে যেও।

ছেলে : স্পর্ধা কি--

মেয়ে : আলো-আঁধারে স্নাত হবে অপেক্ষার প্রহর।

ছেলে : এরপর? 

মেয়ে : অনন্তের পথে হাঁটবো আমরা
যদি কখনো ফিরি!

এমএসএম / এমএসএম