ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

কোভিড


অভিরাজ নাথ  photo অভিরাজ নাথ
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১:৩০

কোভিড
অভিরাজ নাথ 

কোভিড যে এক মরণব্যাধি
জানতো কি ভাই মানুষ?
বিষাক্ততার বিষ সনে অই
উড়লো মানবের হুশ।
আচমকা এক আঘাত যেন
বিধলো মানবের তরে,
ঘোড় নিরাশায় মানবজাতির
শোকের অশ্রু ঝরে।

মহামারীর তান্ডব লীলায়
বিশ্ব ভুগছে রোজ,
কোভিড উনিশ ধ্বংসের উপায়
করছে সবাই খোঁজ।
বছর পরে শ্রমের শেষে 
উঠলো জ্বলে শিখা,
করোনার যে পালাতে হবে
করলো তৈরি টিকা।

এমএসএম / এমএসএম