ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

নাঙ্গলকোটে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ১:৪৪

কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সামছুউদ্দিনের বিরুদ্ধে প্রায় ১ হাজার শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল শ্রেণী পর্যন্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীর নিকট থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে রেখে মাসিক বেতনের বাহিরে পরীক্ষা ফি ৩ শত টাকা ও আদার চার্জ ৩ শত টাকা মোট ৬ শত টাকা অতিরিক্ত আদায় করা হয়। অবৈধ ভাবে আদায়কৃত অর্থের পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, মাওলানা সামছুউদ্দিন মন্তলী মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে বেপরোয়া ভাবে বিভিন্ন সময়ে নানাবিধ খাত তৈরি করে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক প্রতিবেদককে বলেন, দ্রব্যমূল্য লাগামহীন গতি অনেক পরিবারে রোজগারের কোন ব্যবস্থা নেই এর মধ্য সন্তানদের লেখাপড়ার খরচ চালানো দূঃসাধ্য হয়ে পড়েছে। তার উপর আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন নামে অতিরিক্ত অর্থ প্রদানের চাপে আমরা দিশেহারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সামছুউদ্দিন গর্ব করে বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমি শিক্ষার্থীদের নিকট থেকে কম টাকা নিয়ে থাকি। পাশ্ববর্তী প্রতিষ্ঠান গুলো আরো অনেক বেশী টাকা আদায় করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, কোন ভাবেই পরীক্ষা ফি ৩ শত টাকা নিতে পারেনা। আর বছরের মাঝামাঝি আদার চার্জ নামে কোন অর্থ আদায়ের সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেন, শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন নাম দিয়ে অতিরিক্ত অর্থ আদয়ের কোন সুযোগ নেই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার