শ্রীনগরে ভূমি অফিস সহায়ককে মারধরের ঘটনায় থানায় মামলা
শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন ভূমি অফিসের এক অফিস সহায়ক মো. আসলাম মৃধাকে মারধর করার ঘটনায় ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার বিকালে ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে মাদ্রাসা মোড়ে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ড্রেজার ব্যবসায়ী মো. আমির হোসেন ও মো. শাহীন শেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা নং-১৯।
সূত্রমতে জানা যায়, কুকুটিয়া ভূমি অফিসের সহায়ক আসলাম মৃধা গত ৫ জুন ২০২৩ খ্রী উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পশ্চিম নওপাড়া-টুনিয়ামান্দ্রা চকে ভেক্যু দিয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের জন্য ঘটনাস্থলে যায়। এ সময় আমির হোসেনের নিয়ন্ত্রাধীন মাটি কাটার যন্ত্রটি বন্ধ রাখার জন্য বলা হলে আসলাম মৃধার ওপর ক্ষিপ্ত হয় আমির হোসেন। পর দিন ৬ জুন ২০২৩ খ্রীঃ বিকাল সাড়ে ৪ টার দিকে পশ্চিম নওপাড়া মাদ্রাসা মোড় অটো স্ট্যান্ডের সামনে আসলাম মৃধাকে পেয়ে আমির হোসেন তার লোকজন নিয়ে ভূমি অফিস সহায়ক আসলাম মৃধাকে মারধর করে। অপর একটি সূত্র জানায়, বিএনপি নেতা আমির হোসেন এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়না। সে একই এলাকার ড্রেজার ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্যবসায়ীক পাটনার। যদিও অবৈধ ড্রেজার ও মাটি কাটার যন্ত্র (ভেক্যু) আনার বিষয়ে আমির হোসেনের নাম প্রকাশ করা হয় না। তার ব্যবসায়ীক পাটনার আলমগীর হোসেন প্রকাশ্যে সব নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে কুকুটিয়া ইউনিয়ন ভূমি অফিস সহায়ক মো. আসলাম মৃধা বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করতে ওই দিন পশ্চিম নওপাড়া সরেজমিনে গিয়ে ফসলী জমি কাটা বন্ধ রাখতে বলায় আমির হোসেন আমাকে দেখে নেয়ার হুমকি দেন। পর দিন পশ্চিম নওপাড়া অটো স্ট্যান্ডে আমাকে পেয়ে আমির হোসেন আমাকে প্রথম মারধর করে। এ সময় একই এলাকার শাহীন শেখও আমাকে মারধর করে।
অভিযুক্ত আমির হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মারধর করিনি। এলাকার ছেলেরা তাকে মারধর করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই শান্তি দাস জানান, মামলার আসামী ধরার চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে