ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৫:৫১

দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখে দুখে সব সময় মানুষের পাশে আছেন,থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগও মা-মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে ততদিন হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। গত বুধবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহফুজুর রহমানের বাড়ির উঠানে এবং ঝিকরা আব্দুস সামাদের বাড়ির উঠানে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় যশোর- ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এসব কথা বলেন। 

সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মনসুর আলী, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মাস্টার জাফর ইকবাল, যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না হোসেন, মাসুদুজ্জামান প্রমুখ। রাতে উঠান বৈঠক শেষে প্রধান অতিথি উপজেলার 
হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হাসানপুর বাজারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। 

এমএসএম / এমএসএম

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক

মধুখালীর ডুমাইনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার গাছের গুলাই বিক্রি