শঙ্কা উড়িয়ে স্বস্তির জয় ছিনিয়ে নিলেন মাহবুবুর রহমান
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ঘোষিত ৪৩টি কেন্দ্রের ফলাফলে ৩ হাজার ৩৩৬৩ ভোটে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
সোমবার ১২ জুন রাত পৌনে ৯ টার দিকে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন। এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট৷
অন্য মেয়র প্রার্থীদের মধ্যে হেলমেট জগদীশ বড়ুয়া পেয়েছেন ৪১৬৮ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাহেদুর রহমান ১৪৫২ ভোট, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জোসনা হক পেয়েছেন ৬৯৮ ভোট।
সাধারণ কাউন্সিলর নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আক্তার কামাল আজাদ, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪নং ওয়ার্ডে এহেছান উল্লাহ, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহাব উদ্দীন সিকদার, ৬নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, ৭নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিন, ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নূর মোহাম্মদ এবং ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এম এ মঞ্জুর। সাধারণ কাউন্সিলর পদে তিন জন নতুন তারা হলেন ৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নং ওয়ার্ডে এহেসান উল্লাহ এবং ৭ নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু।বাকী ওয়ার্ডে বর্তমান কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনেও পরিবর্তন হয়নি। নির্বাচিতরা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর ইয়াসমিন আকতার, কাউন্সিলর জাহেদা আকতার এবং কাউন্সিলর নাছিমা আকতার।
মোট ভোটারের সংখ্যা ছিল ৯৪ হাজার ৮০২ জন। তারমধ্যে পুরুষ ৪৯ হাজার ৮৭৯ জন এবং মহিলা ৪৪ হাজার ৯২৩ জন। মোট ভোটের হার ছিল ৬০ শতাংশ৷
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ৷ পৌরসভার ১২টি ওয়ার্ডে ৪৩টি কেন্দ্রের সবগুলোতে ইভিএম মেশিনে ভোট দিয়েছেন ভোটাররা৷
নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ৫ জন। ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও ৪টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন ১৬ জন।
ভোটের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, কয়েকটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটারের উপস্থিতি ছিল দেখার মত। বিশেষ করে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। বিশেষ করে ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর বাইরে ছিল লম্বা লাইন৷ বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য কেন্দ্রগুলোতে। বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত সেখানে তেমন ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি৷
ভোটাররা জানিয়েছেন ইভিএম মেশিনে কীভাবে ভোট দিতে হয় জানেন না তারা৷ ভোট গ্রহণ কক্ষে ইভিএমে ভোট দিতে দেরী লক্ষ্য করা গেছে৷ অনেক কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করছিলো না, আবার কোথাও আঙ্গুলের ছাপ মিলছিল না৷ এতে বিপাকে পড়েন ভোটাররা, দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকতে হয় তাদের। তবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি ভোটাররা।
তবে দুইটি ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহবুবুর রহমান চৌধুরীর (নৌকা) ও মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে দুই কেন্দ্রে হাতাহাতির পর ভেতর ও আশপাশ থেকে থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই স্পেশাল ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় প্রার্থীর সমর্থকদের দূরে সরিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশ।
কক্সবাজার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্রে ২টি করে সিসিটিভি এবং প্রতি বুথে ১টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একইসাথে পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৯০ জন পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কক্সবাজার পৌরসভায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছ । কোন অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহলরত অবস্থায় ছিলেন।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। সকল প্রার্থী সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। ভোটাররা সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে ছিল বলে জানান তিনি।
শাফিন / শাফিন
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied