ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে দোহাজারী রেঞ্জে তিনশত চার একর অবৈধ বনভূমি দখলমুক্ত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৩-৬-২০২৩ বিকাল ৭:৫২

বন বিভাগের জায়গা দখল হয়ে যাওয়া ও বন উজার হয়ে যাওয়া যেখানে নিত্য দিনের ঘটনা ঠিক এই সময়ে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ এলাকায়। দোহাজারী রেন্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান এর দায়িত্ব পালনকালে কঠোর অভিযান চালিয়ে দুই বছরে তিন'শ চার একর অবৈধভাবে দখল করে রাখা বনভূমি বনদস‍্যুদের কবল থেকে দখলমুক্ত করেছেন। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের রেঞ্জ অফিসারের তত্ত্বাবধানে এই রেঞ্জের ৪টি বীটের রিজার্ভ ফরেস্ট দিবারাত্রি পরিশ্রমের ফলে ও তার এক প্রচেষ্টায় রক্ষা পাচ্ছে বনভূমি গুলো। অথচ এক সময়ে পাহাড় কাটা,জায়গা দখল করা ও বন উজার করা নিত্যদিনের কাজ ছিল এই অঞ্চলে। তবে রেঞ্জ অফিসার সিকদার আতিকুর রহমানের দুর্দান্ত অভিযান পরিচালনার কারণে এইসব পাহাড় কাটা,জায়গা দখল করা ও সংরক্ষিত বন নির্বিচারে উজাড় থেকে রক্ষা পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সরেজমিন গিয়ে দেখা যায় এই রেঞ্জের অধীনস্থ বৈতরণী, লালুটিয়া, ধোপাছড়ি ও সাঙ্গু বীট সমূহের আওতাধীন রিজার্ভ ফরেস্ট সমূহ থেকে যেখানে প্রতি নিয়ত বৃক্ষ নিধন হত সেখানে তার দূরদর্শিতার ফলে রক্ষা পাচ্ছে এইসব বীটে হাজার হাজার গাছ। গড়ে তুলেছেন কয়েকটি ফলজ ও বনজ চারার নার্শারী। নার্শারীগুলোতে সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে প্রতিটি নার্শারীতে ৬ ফুট অন্তর অন্তর গাছ লাগানো হয়েছে। এইসব গাছে জৈব সার, রাসায়নিক সার ও খুটি লাগানোর মাধ্যমে পরির্চযা করে বড় করছে বাগান ও নার্শারীতে দায়িত্বরত শ্রমিকরা। বাগানের আশে পাশে গড়ে উঠা উপকার ভোগিদের দিচ্ছে আর্থিক সহায়তায়। এই রেঞ্জে বি,এস রেকর্ড মূলে ১৬৪২৩ একর এলাকা নিয়ে গঠিত দোহাজারী রেঞ্জ অফিস।বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাহাড়,বন,বয়ে গেছে সাংগু নদী ও আঞ্চলিক খাল এ যেন প্রকৃতির এক অপরুপ লীলাভূমি। নৈসর্গিক সৌন্দর্যে দৃষ্টি আটকে যায় যে কারো। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্য প্রাণী রক্ষায় অভাবনীয় ভূমিকা রাখছে ওই রেঞ্জ এরিয়া। ৪৭১৬ হেক্টর এলাকা জুড়ে রয়েছে দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য।ফরেস্টার শিকদার আতিকুর রহমান বলেন,জীব বৈচিত্র সংরক্ষণের দায়িত্ব সকলের। বন সংরক্ষণের মাধ্যমে জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি বনের গাছ সংরক্ষণ করতে হবে নিজেদের স্বার্থে। কারণ গাছ পরিবেশ রক্ষা করে আমাদের অক্সিজেন দেয়। একটি গাছও যেন কেউ কর্তন করতে না পারে সেলক্ষ্যে বন বিভাগের চারদিকে পাহারাদারের ব্যবস্থা করেছি। এই অঞ্চলে ধোপাছড়ি ও দোহাজারী বন বিভাগ নিয় যদি ইকোপার্কে রূপান্তরিত করতে পারে তাহলে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে।

শাফিন / শাফিন

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি