ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জামালপুর সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-৬-২০২৩ রাত ৮:১৯
জামালপুর সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে  হত্যার প্রতিবাদে  এবং হত্যাকারীদর দৃষ্টান্তমূলক   শাস্তির দাবিতে  সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের  সামনে প্রতিবার সমাবেশ ও মানববন্ধনে  সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের  সভাপতি মমতাজ আহমদ বাপি। 
সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক  কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন  ময়না, দৈনিক বর্তমান সময় এর সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি  সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ  ফরিদ আহম্মেদ ময়না, বাংলাভিশন টিভি চ্যানলর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক  গ্রামর কাগজর সাতক্ষীরা প্রতিনিধি এস.এম রজাউল ইসলাম, যমুনা টলিভিশনর সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম,  দৈনিক সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি, এস, কে কামরুল হাসান, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। 
বক্তারা বলেন , সাংবাদিকরা হত্যা ও নির্যাতন শিকার হলে তার কান বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান , স.ম আলাউদ্দীন, বেলাল সহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলও তার বিচার আজও পর্যন্ত হয়নি । বিচারহীনতার  সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ হয়েছে।  এই তালিকায় যুক্ত হলো জামালপুরের ৭১ টিভি  ও বাংলা নিউজেের  সাংবাদিক গোলাম রব্বানী  নাদিম কে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে।   দুর্নীতিবাজরা একের পর এক সাংবাদিকদের  হত্যা সহ নির্যাতন করে যাচ্ছে।  আর আমরা রাজপথে তাদের বিচাররের দাবীত আন্দোলন করে আসছি।   এটা অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক ।  এসময়  বক্তরা আরও বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান , এবং  সারা দেশে সাংবাদিক নির্যাতন  ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

শাফিন / শাফিন

দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল

বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ

দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান

দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক

বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।

রায়পুর ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মিলছেনা সেবা

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা