ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সি বি হসপিটালে নরমাল ডেলিভারিতে নতুন অতিথি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ১২:৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রবেশদ্বার পুকুরিয়া চাঁদপুর সি বি হাসপাতাল উদ্বোধনের প্রথম সপ্তাহে সফল ভাবে নরমাল ডেলিভারিতে দুই গর্ভবতী মায়ের বুকে নতুন নতুন অতিথির আগমন। হাসপাতাল সুত্রে জানা যায় বাঁশখালীর প্রবেশদ্বার চাঁদপুর বাজার এলাকার মোহাম্মদীয়া শপিং সেন্টারস্থ প্রান্তিক জনপদের রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবাদানের লক্ষ্যে হাসপাতালের চেয়ারম্যান এটি এম নাজির হোসাইন ও এসিস্ট্যান্ট ম্যানেজিং পার্টনার সৈকত আহমদের সার্বিক আন্তরিকতায় প্রতিষ্ঠিত হয় সি বি হসপিটাল।

ওই হসপিটাল উদ্বোধনের প্রথম সপ্তাহে পুকুরিয়া ইউনিয়নের পশ্চিম নাটমুড়া এলাকার মোঃ ওসমানের স্ত্রী মিফতাহুল জান্নাত নামের এক গর্ভবতী নারীকে ডেলিভারি খালাসের জন্যে সি বি হসপিটালে ভর্তি করা হয়।এরই প্রেক্ষিতে হাসপাতালে দায়িত্বে থাকা অভিজ্ঞ গাইনী ডাক্তার ও সিনিয়র নার্সদের সার্বিক প্রচেষ্টায় ফুটফুটে সুন্দর এক নবজাতক শিশুর মা হলেন মিফতাহুল জান্নাত।একই সপ্তাহে সাতকানিয়ার চরতী ইউনিয়নের কেশুয়া এলাকার মোঃ আশেক উল্লাহ'র স্ত্রী আয়েশা ছিদ্দিকা নামের আরো একজন গর্ভবতী রোগীকে হসপিটালে ভর্তি করা হয়।এরই প্রেক্ষিতে পূর্বের ন্যায় একই ভাবে সফলতার সাথে নরমাল ডেলিভারি সম্পন্ন করা হয়।এতে এক নবজাতকের মা হলেন আয়েশা ছিদ্দিকা।

উদ্বোধনের প্রথম সপ্তাহে একের পর এক দুই গর্ভবতী রোগীকে নরমাল ভাবে ডেলিভারি সম্পন্ন করতে পারায় হাসপাতালে জন্ম নেওয়া ওই দুই নবজাতককে প্রয়োজনীয় পোশাক প্রদানসহ হাসপাতালের চেয়ারম্যান এটি এম নাজির হোসাইন এর পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।উদ্বোধনের প্রথম সপ্তাহে নরমাল ডেলিভারির  সফলতার খবর শুনে হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজিং পার্টনার সৈকত আহমেদসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সি বি হসপিটালের চেয়ারম্যান আমিকান প্রবাসী এটি এম নাজির হোসাইন।

নরমাল ভাবে দুই গর্ভবতী মায়ের ডেলিভারি সফল ভাবে সম্পন্ন করতে পারায় ওই দুই নবজাতকের জন্যে ডাক্তার ফী ব্যবতীত আগামী ৩০ জন পর্যন্ত সি বি হসপিটালে সম্পূর্ণ ফ্রীতে চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এছাড়াও স্কুল -মাদ্রাসায় পড়ুয়া সকল শিক্ষার্থীরা আগামী ৩০ জন পর্যন্ত তাঁদের রক্তের গ্রুপ নির্ণয় করতে ৫০℅ বিশেষ ছাড় সুবিধা পাবে।

প্রথম পর্যায়ে ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে যারা হাসপাতাল কতৃক প্রদত্ত কার্ডধারী হবে এবং পরবর্তীতে চিকিৎসা সেবা নিতে আসার সময় সাথে সেই কার্ড নিয়ে আসলে রোগ নির্ণয় করণ পরীক্ষায় ১০% বিশেষ ছাড় সুবিধায় পরীক্ষা করাতে পারবে।শর্ত কার্ডটি অবশ্যই সাথে থাকতে হবে।

এসিস্ট্যান্ট ম্যানেজিং পার্টনার সৈকত আহমদ বলেন,সি বি হসপিটালে সার্বক্ষণিক এমবিবিএস মহিলা ও পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান,সেবাবান্ধব এই হসপিটালে এসি, নন এসি কেবিন ও জেনারেল বেডসহ মনোরম পরিবেশে রোগীদের সেবা প্রদান করা।দিবারাত্রি জরুরি বিভাগে সেবা প্রদান,জরুরি ঔষধ সংগ্রহ সুবিধার্থে ২৪ ঘন্টা ফার্মেসী খোলা রাখা হয়।এই হসপিটালে পূর্ণাঙ্গ শিশু বিভাগেঃবাঁশখালীতে প্রথম পূর্ণাঙ্গ শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান।পূর্ণাঙ্গ গাইনী বিভাগঃ প্রতিদিন নিয়মিত গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান,পরিবেশ বান্ধব আলাদা মহিলা কেবিনে নিয়মিত গৰ্ভৱতী সেবা প্রদান।মহিলা ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান।

এছাড়াও অন্যান্য বিভাগ সমূহের মধ্যে রয়েছে, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান,মেডিসিন,বাত-ব্যথা, হাঁপানী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান হার্ট, ডায়াবেটিস, অর্শ্ব/পাইলস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান,লিভার ও কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত সেবা প্রদান,ডেন্টাল ডাক্তার দ্বারা দন্ত বিষয়ক নিয়মিত সেবা প্রদানসহ আধুনিক ও উন্নত মেশিন দ্বারা সকল প্রকার স্বাস্থ্য পরীক্ষা,ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ইসিজি ও আলট্রাসনোগ্রাফী (4D)৪ডি কালার ডপলার মেশিন দ্বারা) সি বি হসপিটাল নামক সেবা মূলক প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য,প্রতি সপ্তাহে দুইদিন করে অসহায় রোগীদের জন্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনাও বিবেচনায় রেখেছে সি বি হসপিটাল কতৃপক্ষ।
উল্লেখ্য,আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদান ও রোগ নির্ণয় করণে সকল প্রকার পরীক্ষা-নীরিক্ষা অভিজ্ঞ ডাক্তার ও অত্যাধনিক মেশিন দ্বারা নিখুঁত ভাবে রিপোর্ট প্রদানের নির্ভর যোগ্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সি বি  হসপিটাল।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ