সাংবাদিক নাদিম হত্যা: বিচারের দাবিতে ‘ভূঞাপুর প্রেসক্লাব’র মানববন্ধন
বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নানা অপকর্ম, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। নাদিম হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামাল খান, সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, ইব্রাহীম ভূইয়া, অভিজিৎ ঘোষ, আল-আমিন শোভন, মামুন সরকার, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম রবি, নাসির উদ্দিন, ছানোয়ার হোসেন, মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, হাসান মাহমুদ প্রমূখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার ১৪ জুন রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে জেলার বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন একাত্তর টিভি ও বাংলানিউজটোয়েন্টিফোর সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান