জামালপুরের সাহসী সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জামালপুরের সাহসী সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'–এর জামালপুর জেলা প্রতিনিধি,মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শনিবার ঝিনাইদহের সকল সাংবাদিক সংগঠন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও বানববন্ধন কর্মসুচি পালন করে। ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন(জেইউজে),ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটি,ঝিনাইদহ প্রেস ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসব কর্মসুচিতে অংশ গ্রহনে করেন। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঝিনাইদহে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সমবেত হতে থাকে। এরপর সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও বানববন্ধন সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, সাবেক ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, দৈনিক নবিচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ কাজল, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, আমার সংবাদের জেলা প্রতিনিধি কে এম সালেহ,ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন(জেইউজে)’র সভাপতি ও ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভি প্রতিনিধি শিপলু জামান, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির রাজিব হাসান, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন,ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা রিপোর্টার ইউনিটির প্রচার সম্পাদক এস.এম রবি ও বিহঙ্গ সাংস্কৃতি সংগঠনের প্রতিষ্ঠা শাহিনুর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচতে শতাধীক সাংবাদিক ঘন্টাব্যাপী ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে কোন সাংবাদিক হত্যার বিচার হয়নি। বরং সাংবাদিকরা যতদিন রাজপথে থাকে ততদিন প্রশাসন সরব থাকে। সাংবাদিকরা নীরব হলে প্রশাসনও তৎপরতায় নীরব হয়ে যায়। ফলে জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার কুশিলবরা গ্রেফতার হলেও তাদের বিচার হবে কিনা সন্দেহ আছে। দেশে সাগর রুনি হত্যার বিচার হয়নি, খুলনার হুমায়ুন কবির বালু,মানিক সাহাসহ একাধিক সাংবাদিক হত্যার বিচার ঝুলে আছে ও যশোরর সাংবাদিক ছামসুর রহমান কেবল হত্যার বিচার হয়নি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতা দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। সাংবাদিক সমাজ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমসহ সকল সাংবাদিক হত্যার বিচার না হলে কলমের পাশাপাশি এবার লাঠি হাতে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে সাংবাদিকরা। উল্লেখ্যঃ জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাহসী সাংবাদিক 'বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'–এর জামালপুর জেলা প্রতিনিধি, মানবজমিন ও একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলমের লোকজন তার ওপর হামলা চালিয়েছিল।
এমএসএম / এমএসএম

পাহাড়ে মানবপাচারকারীদের গুলি বর্ষণ, মালয়েশিয়াগামী ৮৪ জন উদ্ধার, আটক-৩

হাটহাজারীতে পৌরসভার আয়োজনে পরিস্কার পরিছন্নতা সপ্তাহ পালিত

বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রৌমারীর খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার তদন্ত শুরু

মাদক কারবারি, ঘের দখলকারি সালিশ দারদের দলে স্থান নেইঃ কাজী শিপন

গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা চালিয়ে ভাংচুর ও তালাবদ্ধ করে রাখার অভিযোগ

নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতির শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ

ক্ষেতলালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী

বাকেরগঞ্জ নামেই প্রথম শ্রেণীর পৌরসভা- এলাকায় রাত নামলেই সড়ক ডুবে অন্ধকারে ভোগান্তিতে সাধারণ মানুষ

মোহনগঞ্জে সেতুর নিচে ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার

নাচোলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আ.লীগ সভাপতি পিন্টু গ্রেপ্তার
