শ্রীনগরে মিল্কভিটার পাশে সরকারি জমি ভরাট
শ্রীনগরে নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি জমিতে মাটি ভরাট করা হচ্ছে। শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর বাইপাশ জুশুরগাঁও মিল্কভিটার পশ্চিম পাশে জায়গাটি ভরাটের অভিযোগ উঠেছে উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারী, তার জামাতা যুবলীগ নেতা মো. সোহেল ও স্থানীয় রড সিমেন্ট ব্যবসায়ী মো. ওসমানের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশে জেলা পরিষদের জায়গাসহ জলাশয়ে ড্রাম ট্রাক দিয়ে দূর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে। স্থানীয়রা জানান, বছর খানেক আগেও জায়গাটি ভরাটের জন্য সোহেলগং জায়গাটি ভরাটের পাঁয়তারা করেন। এর আগে রমিজউদ্দিন বেপারীগং মিল্কভিটা সংলগ্ন সড়কের উত্তর পাশে গণপূর্তের জায়গা ভরাট কাজ সম্পন্ন করেন। এখন চলছে পাকা স্থাপনা নির্মাণের কর্মযজ্ঞ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি সিন্ডিকেটটি বাংলাদেশ সরকার পক্ষের গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ওই জায়গা ভরাট করে নিজেদের দখলে নেন। এনিয়ে চলতি বছরের প্রথম সপ্তাহ জুড়ে বিভিন্ন পত্র-পত্রিকায় “গণপূর্তের কোটি কোটি টাকা মূল্যের জায়গা দখল” সহ বিভিন্ন শিরোনামে সচিত্র প্রতিবেদ প্রকাশিত হলেও প্রভাবশালী মহলটির ভূমি দখল বাণিজ্যের সামনে কোন বাঁধা হয়ে দাড়াতে পারেনি। গণপূর্তের ওই জায়গায় এখন পাকা স্থাপনা নির্মাণ করছেন সিন্ডিকেটটি। অথচ সংবাদ প্রকাশের পর পরই গণপূর্ত বিভাগীয় পিডব্লিউডি (সাব-ডিভিশন) মুন্সীগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান হিরা সরেজমিনে এসে জায়গাটির পরিমাপ করে ভরাটকৃত জায়গার মাটি অপসারণের জন্য বলে যান। এতেও কোন প্রকার কাজে আসেনি। খোঁজ নিয়ে জানা যায়, কুশুরীপাড়া মৌজায় ২নং খতিয়ানের আরএস ১৪টি দাগে মোট সম্পত্তির পরিমান ১২ একর ২৫ শতাংশ। রেকর্ড অনুযায়ী সম্পত্তির মালিক গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়। এসব জায়গার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। ভূমি সিন্ডিকেটটি এখন মিল্কভিটার পশ্চিম পাশে জেলা পরিষদের কোটি টাকার জায়গায় বেআইনীভাবে ভরাট শুরু করায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ নেতা রমিজউদ্দিন বেপারীর খুঁটির জোর কোথায়? মো. সোহেলের কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, যা কিছুই করা হচ্ছে সংশ্লিষ্টদের জানিয়েই করা হচ্ছে। জায়গা ভরাটের কোন ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন কথা না বলে রাজি হননি। হাজী রমিজউদ্দিন বেপারীর কাছে জানতে চাইলে তিনি দাবী করেন জেলা পরিষদ থেকে তারা জায়গাটির লীজ এনেছেন। লীজকৃত জায়গায় মাটি ভরাট করা লীজ শর্তের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। মুন্সীগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো. ঈসমাইল হোসেন এ ব্যপারে জানান, লীজকৃত জায়গা ভরাটের জন্য অনুমতির দেওয়া হয়নি। পাকা স্থাপনা নির্মাণের তো প্রশ্নই আসেনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে