ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

যমুনা গিলছে বসত-ভিটা ঘরবাড়ি, দিশেহারা নদী পাড়ের মানুষ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৩ দুপুর ৩:২৭

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর রক্ষা গাইড বাঁধ না থাকায় ভাঙন থামছেই না। ইতোমধ্যে উপজেলায় প্রায় অর্ধশতাধিক বসত-ভিটা, আবাদি জমি ও রাস্তাঘাটসহ নানা স্থাপনা নদী গর্ভে চলে গেছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগও কাজে আসছে না। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন যমুনা তীরবর্তী বাসিন্দারা।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীতে আশঙ্কাজনকহারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নিম্নাঞ্চললে পানি প্রবেশ করছে। এছাড়া চরাঞ্চলে তিল ও পাটসহ নানা ধরণের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। এনিয়ে চরম বিপাকে পড়েছে চরাঞ্চলবাসী।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসী, কষ্টাপাড়া, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়া, খানুরবাড়ী, কোনাবাড়ী, মাটিকাটা, সিরাজকান্দি ও সারপলশিয়া এলাকাসহ অর্ধশত গ্রামে যমুনা নদীর তীরবর্তী গাইড বাঁধের কাছে শতশত ড্রেজার বসানো হয়েছে। একারণে প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে যায় বসত-ভিটা।

ভাঙনের শিকার চিতুলিয়াপাড়া গ্রামের জিলকদ বলেন, গত কয়েক দিন ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে করে এক দিনেই আমার বসত-ভিটাসহ যমুনা নদী গিলে খেয়েছে। বাড়ির পাশে থকা জমিও নদী গর্ভে চলে বহু আগে। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন আমার থাকার জায়গাটুকুও নেই। পরিবার নিয়ে চরম দুর্ভোগে রয়েছি।

জামাল উদ্দিন বলেন, আমরা নদী ভাঙন এলাকার মানুষ। চোখের সামনে বসত-ভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি নদীর পেটে চলে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বললেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত কয়েক দিন এ এলাকায় প্রায় ১৫-২০টি ঘর-বাড়ি সরানো হয়েছে। পরিবার-পরিজন নিয়ে কোথাও থাকার একটু জায়গা পাচ্ছি না।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার জানান, যমুনায় পানি বৃদ্ধির কারণে বুধবার রাতে চিতুলিয়াপাড়ায় নিমিশেই ১৫-২০টি বসত-ভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্থরা দিশেহারা হয়ে পড়ছে। দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে আরও অর্ধশত ঘরবাড়ি ও বসত-ভিটা ভাঙনের শিকার হতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে উপজেলার গোবিন্দাসী, চিতুলিয়াপাড়া, কষ্টাপাড়া, খানুরবাড়ী ও পাটিতাপাড়াসহ বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষসহ জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত