ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সন্দ্বীপ বাতেন মার্কেটে জমে উঠেছে কোরবানীর পশুর হাট


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১১:৪৩
সন্দ্বীপে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমে উঠছে বিভিন্ন পশুর হাট। ২৩ জুন ছিলো ঐতিহ্যবাহী বাতেন মার্কেটে গরু ছাগল ও ভেড়ার হাট।আগামী সোমবারে মিলবে দ্বিতীয় কোরবানীর হাট।প্রথম দিনে হাটে পুরো দমে বেচা-কেনা শুরু না হলেও প্রচুর গরু,ছাগল, ভেড়া বিক্রির জন্য নিয়ে এসেছে বেপারী ও গৃহস্তরা।এসেছে প্রচুর মানুষ।কেউ বাজারে এসেছেন কোরবানি উপলক্ষে পশু ক্রয় করতে। আবার কেউ এসেছেন পশু বিক্রির উদ্দেশ্যে। এতে কোরবানির পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে।
 
শুক্রবার বিকালে সন্দ্বীপ পৌরসভাস্থ বাতেন মার্কেটে পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতা মাষ্টার মনির হোসেন বলেন আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ আগেও অন্য হাটে গিয়েছি। হাট ঘুরে বুঝতে পেরেছি এ বছর কোরবানির পশুর দাম বিগত বছরের তুলনায় কিছুটা বেশি। তবুও সাধ্যের মধ্যে পছন্দের গরু কেনার চেষ্টা করছি।
 
এদিকে কোরবানির পশুর হাটের নিরাপত্তার বিষয়ে বাজারের ইজারাদার মোঃ কাসেম বলেন হাটে পশু কেনা-বেচা নির্বিঘ্নে করতে আমরা মেয়র মোক্তাদের মাওলা সেলিমের নির্দেশে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছি।এছাড়াও প্রচুর স্বেচ্ছাসেবক দিয়ে বিশৃঙ্খলা ও অনাকাঙ্কিত ঘটনা রোধে তৎপর রয়েছি। প্রশাসনের সহযোগিতাও রেখেছি।তবে পৌরসভার ৪ টি  ইজারাকৃত হাটের পরিবর্তে কয়েক জায়গায় অস্থায়ী হাট বসানোতে আমরা ইজারাদাররা লাভের পরিবর্তে লসের হিসাব গুনতে হবে। এছাড়াও একই দিনে সিডিউল না করে ২/৩ জায়গায় হাট বসাচ্ছে।এ ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। 
 
গরু বিক্রেতা চৌধুরী ও ইউসুফ ব্যাপারী জানান বাজারে প্রায় গরু গুলো দেশী জাতের। সন্দ্বীপে এখন গরু,ছাগল ভেড়া পালনের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে বিশাল চর জাগার কারনে।তাই গরুর দাম ও সাধ্যের ভেতর রয়েছে এবং গরুর চাহিদাও মিটছে।ঘুচছে মাংসের অভাব। তবে সরকারী ভাবে গরু ছাগলের রোগব্যাধী নিরসনে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসা সেবা ও সহযোগিতা অপ্রতুল। তাদের লোকবল সংকটের কারনে সেটা হতে পারে। সেটা বাড়ানোর অনুরোধ করছি। 
 
 সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রেতা আয়ুব হোসেন বলেন হাটে আনা পশুর স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা বা কৃত্রিম কিছু শরীরে প্রয়োগ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম প্রতিটি পশুর হাট মনিটরিং করে। সন্দ্বীপে কোথাও সে ব্যবস্থা দেখলামনা।তাই তিনি গবাদি পশুর চিকিৎসা সেবা এবং এ সমস্ত কার্যক্রম চোখে পড়েনা বলে প্রাণী সম্পদ অফিসের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এবং তাদের দৃশ্যমান কোন কার্যক্রম নেই বলে অভিযোগ করেন।
 
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতামত জানতে চেয়ে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত জানা জায়নি।আয়ুব হোসেন তা জেনে বলেন কর্মকর্তা বিনা কাজে সব সময় খুব ব্যস্ত থাকেন।

এমএসএম / এমএসএম

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১