ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আরহান এগ্রোতে পুষ্পা-পাশা ভাই!


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১:৯
কোরবানি ঈদকে সামনে রেখে খামারিদের ব্যবসা এখন চাঙ্গা! প্রতি বছরই গরুর তারকাময় নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার রাজধানীর দিয়াবাড়িতে আরহান এগ্রো ফার্মে কোরবানীর পশুর নামকরণ করা হয় পুষ্পা, পাঠান, ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে।  
 
আরহান এগ্রো ফার্মে উন্নতমানের কোরবানির পশু পালন বিক্রি করা হচ্ছে।ক্রেতাদের আকৃষ্ট করতে মেসি, নেইমারসহ তারকাদের নামের পাশাপাশি, জজ সাহেব, লাল গোলাপীসহ বিভিন্ন নামকরণ করা হয় পশুগুলোর। গরুর এমন নামকরণের বিষয়ে আরহান এগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ খান অপু বলেন, আমরা যখন প্রথম পুষ্পাকে আমাদের ফার্মে আনা হয় ঠিক সেই সময় পুষ্পা সিনেমাটি মুক্তি পায়। পুষ্পার একটা জনপ্রিয় সংলাপ আছে-‘ঝুঁকে গা নেহি পুষ্পা’ এই সংলাপের কারণে গরুর নাম করণ করা হয়। গরুটির বিশাল আকৃতির শিং রয়েছে। এত বড় শিং নিয়ে সে যেন গর্বে দাড়ায় থাকে। এ কারণে এর নাম করণ করা হয়। এছাড়া একটি গরু রয়েছে ওর মেজাজ সবসময় কড়া থাকে। ওর সানমে গেলেই তেড়ে আসে। গরুটা সবসময় গম্ভির ভাব নিয়ে থাকে। যে কারণে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের নামে নাম করণ করা হয়। ব্যাচেলর পয়েন্টে পাশা ভাইয়ের মধ্যে একটা গম্ভির ভাব দেখা যায়। 
 
তিনি আরো বলেন, আরহা্ন এগ্রো বয়স হয়েছে মাত্র দুই বছর। এখানে চার জাতের মহিশ রয়েছে। আমাদের কাছে এক্সক্লিউসিভ কিছু গরু রয়েছে যা হয়তো এর আগে অনেকেই দেখেনি। প্রায় বিশ থেকে পচিশ জাতের গরু আমাদের ফার্মে রয়েছে। এখানে যারাই গরু বুকিং করে যাবেন ঈদের আগের দিন পর্যন্ত তাদের গরু পরিচর্চা করার দায়িত্ব আমাদের। এছাড়া ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা।

এমএসএম / এমএসএম

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান

আয়োজকদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ সারার

সিডনি সুইনি-বিতর্ক নিয়ে যা বলল আমেরিকান ঈগল

দীপিকা-সন্দীপ বিতর্কে সরব হলেন রুবিনা

সি-বিচে খোলামেলা লুকে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী

সৈকতে মিমের মোহনীয় লুক নজর কাড়ল ভক্তদের

অভিনেত্রীকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ পরিচালকের

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী

মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান তৃপ্তির

বিদ্যাকে সার্জারির পরামর্শ, প্রযোজককে সোজা জবাব অভিনেত্রীর

সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন টয়া

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া