ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঈদ ঊল আযহায় শ্রোতাদের মন জয় করতে শুভ-আখির ‘পরান পাখি জান’ গানটি রিলিজ হচ্ছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৬-২০২৩ রাত ৮:২৬
আসন্ন ঈদ ঊল আযহা উপলক্ষে এই গানটি রিলিজ হবে বলে, আখি নিজেই জানিয়েছেন সকালের সময়কে,তিনি বলেন,আমার আঁখি-আখন্দ অফিশিয়াল” ইউটিউব চ্যানেলের ব্যানারে এ গানটি রিলিজ হবে। সকলকে গানটি শোনার জন্য অনুরোধ রইলো। 
 
আঁখির একটাই স্বপ্ন ভালো কিছু বাংলা গান উপহার দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া।সেইজন্য তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করেন। এবং বাংলা গান শোনারও অনুরোধ করেন। খোঁজ নিয়ে জানা যায় আঁখির জন্ম বগুড়া জেলার শেরপুর উপজেলায়। ছোটবেলা থেকে ঢাকায় বেড়ে ওঠা। ধানমন্ডি শুক্রবাদ উচ্চবিদ্যালয় থেকে প্রাইমারি ও মাধ্যমিক শেষ করে মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
 
পরবর্তীতে নিউ মডেল ইউনিভার্সিটি ও ঢাকা সিটি কলেজ থেকে একাউন্টিং এ অনার্স শেষ করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল প্রচন্ড আগ্রহ তার স্বপ্ন ছিল একটাই বড় হয়ে অনেক বড় সংগীতশিল্পী হওয়ার। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই গান শিখেছেন আঁখি।ওস্তাদ হুমায়ুন কবিরের কাছে প্রথম হাতে খড়ি তারপর রুদ্রবীনা সংগীত নিকেতন থেকে পাঁচ বছরের কোর্স করেন। এখন ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে শিক্ষাবস্থায় আছেন। বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার,ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কন্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন এই শিল্পী। 
 
ইতিমধ্যে তার বেশকিছু মৌলিক গান রিলিজ হয়েছে-নেশা লাগাইলা, পাগলী, আমার আল্লাহ জানে,মন তোর প্রেমে পরেছে, মেলায় যাইরে সহ কয়েকটি সলো এবং ডুয়েট গান করেছেন এই শিল্পী। বাংলার মুখ” শিরোনামে একটি দেশাত্ববোধক গানও রিলিজ হয়েছে। যেটা বেশ জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে।এই “ঈদ-ঊল-আযহা” উপলক্ষে “পরান পাখি জান” শিরোনামে একটি ডুয়েট গান আসছে।
 
গানটি করেছেন এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ ও আঁখি। গানটি লিখেছেন রাজ কামাল, সুর করেছেন “টুনির মা”গান খ্যাত সংগীতশিল্পী প্রমিত কুমার, সঙ্গীত আয়োজন করেছেন এম. এ. রহমান।
 
আসন্ন ঈদে এই গানটি রিলিজ হবে “আঁখি আখন্দ অফিশিয়াল” ইউটিউব চ্যানেলের ব্যানারে। তাঁর একটাই স্বপ্ন ভালো কিছু বাংলা গান উপহার দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া। সেজন্য তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করেন।
তিনি এই গানটি শোনার জন্য অনুরোধ করেন নতুন প্রজন্ম সহ যাঁরা বেশি বেশি  বাংলা গান শোনেন। 

শাফিন / শাফিন

তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

‘আমার সন্তানদের রেহাই দিন’

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?

বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!

বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?

তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?

বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল

আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়?

ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন : জেফার

আদালতের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি