শ্রীনগরে বাঘড়া পশুর হাট জমে উঠেছে

শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন কোরবানির পশুর হাটটি জমে উঠেছে। বিভিন্ন জাতের দেশী বিদেশী অসংখ্য গরু-ছাগল নিয়ে বেপারীরা হাটে অবস্থান করছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে বাঘড়ার অস্থায়ী হাটে লোকসমাগম ততই বাড়ছে। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সরব হয়ে উঠেছে পদ্মা নদীর তীর ঘেঁষা বাঘড়ার ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাটটি।
ইজারাদার শফিকুল ইসলাম পান্নু মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় হাটের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এতে করে ক্রেতারা যাতে তাদের পছন্দের কোরবানির পশু কিনে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পশুর হাটটিতে হাসিলের মূল্য ধরা হচ্ছে শতকরা ৬ টাকা।
সরেজমিনে দেখা গেছে, বাঘাড়া বাজার সংলগ্ন পদ্মা নদীর তীর ঘেঁষা বির্স্তীণ জায়গা জুড়ে অস্থায়ী পশুর হাটে বিভিন্ন সাইজের গরু-ছাগল কেনাবেচা হচ্ছে। এ সময় কয়েকজন ক্রেতা বলেন, হাট ঘুরে দেখছি। প্রচুর পরিমানে গরু দেখতে পাচ্ছি। তবে ক্রেতাদের নজর মাঝারি সাইজের গরুর দিকে।
পার্শ্ববর্তী উপজেলা দোহার এলাকার আবু হানিফ নামে এক ক্রেতা বলেন, ১ লাখ ২০ হাজার টাকায় দেশী জাতে একটি ষাড় কিনেছি। হাটের সার্বিক ব্যবস্থাপনা আমার কাছে চমৎকার মনে হয়েছে। ভাগ্যকুল আল-আমিন এলাকার আব্দুর রহিম মিয়া বলেন, ৯০ হাজার টাকায় একটি ষাড় গরু নিয়েছি। পছন্দের কোরবানির গরু কিনতে পেরে হটে ক্রেতারা উল্লাস প্রকাশ করেন।
অপরদিকে নদীপথে খুব সহজেই বেপারীরা ট্রলারযোগে গরু আনছেন বাঘড়া পশুর হাটে। পদ্মা নদীর শাখা খালের পাশেই বাঘড়া পশুর হাটটির অবস্থান। এতে হাটের পাশে খালের বিভিন্ন স্থানে গরুর নৌকাগুলোকে নোঙ্গর করতে দেখা যাচ্ছে। খুব সহজেই শতশত গরু-ছাগল বাঘড়া পশুর হাটে তোলতে পেরে গরুর বেপারীরাও আনন্দ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
