শ্রীনগরে বাঘড়া পশুর হাট জমে উঠেছে
শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন কোরবানির পশুর হাটটি জমে উঠেছে। বিভিন্ন জাতের দেশী বিদেশী অসংখ্য গরু-ছাগল নিয়ে বেপারীরা হাটে অবস্থান করছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে বাঘড়ার অস্থায়ী হাটে লোকসমাগম ততই বাড়ছে। ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সরব হয়ে উঠেছে পদ্মা নদীর তীর ঘেঁষা বাঘড়ার ঐতিহ্যবাহী অস্থায়ী পশুর হাটটি।
ইজারাদার শফিকুল ইসলাম পান্নু মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় হাটের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এতে করে ক্রেতারা যাতে তাদের পছন্দের কোরবানির পশু কিনে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পশুর হাটটিতে হাসিলের মূল্য ধরা হচ্ছে শতকরা ৬ টাকা।
সরেজমিনে দেখা গেছে, বাঘাড়া বাজার সংলগ্ন পদ্মা নদীর তীর ঘেঁষা বির্স্তীণ জায়গা জুড়ে অস্থায়ী পশুর হাটে বিভিন্ন সাইজের গরু-ছাগল কেনাবেচা হচ্ছে। এ সময় কয়েকজন ক্রেতা বলেন, হাট ঘুরে দেখছি। প্রচুর পরিমানে গরু দেখতে পাচ্ছি। তবে ক্রেতাদের নজর মাঝারি সাইজের গরুর দিকে।
পার্শ্ববর্তী উপজেলা দোহার এলাকার আবু হানিফ নামে এক ক্রেতা বলেন, ১ লাখ ২০ হাজার টাকায় দেশী জাতে একটি ষাড় কিনেছি। হাটের সার্বিক ব্যবস্থাপনা আমার কাছে চমৎকার মনে হয়েছে। ভাগ্যকুল আল-আমিন এলাকার আব্দুর রহিম মিয়া বলেন, ৯০ হাজার টাকায় একটি ষাড় গরু নিয়েছি। পছন্দের কোরবানির গরু কিনতে পেরে হটে ক্রেতারা উল্লাস প্রকাশ করেন।
অপরদিকে নদীপথে খুব সহজেই বেপারীরা ট্রলারযোগে গরু আনছেন বাঘড়া পশুর হাটে। পদ্মা নদীর শাখা খালের পাশেই বাঘড়া পশুর হাটটির অবস্থান। এতে হাটের পাশে খালের বিভিন্ন স্থানে গরুর নৌকাগুলোকে নোঙ্গর করতে দেখা যাচ্ছে। খুব সহজেই শতশত গরু-ছাগল বাঘড়া পশুর হাটে তোলতে পেরে গরুর বেপারীরাও আনন্দ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে