ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মা নিখোঁজ হওয়ার সংবাদ শুনে ২৩০ কি.মি পথ বাইসাইকেল চালিয়ে বাড়িতে ছেলে


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২-৮-২০২১ বিকাল ৫:১৮
মা নিখোঁজ হওয়ার সংবাদ মুঠোফোনে শুনে কঠোর লকডাইনে যানবাহন চলাচল বন্ধ থাকায় গত শনিবার রাতে ঢাকার কর্মস্থল থেকে ২৩০ কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি কমলগঞ্জের উদ্দেশে যাত্রা করেন সোহেল আহমেদ (২৮) নামে এক যুবক। বিরামহীন প্রায় ১৪ ঘণ্টা সাইকেল চালানোর পর কমলগঞ্জের লঙ্গুরপাড় গ্রামের বাড়িতে রোববার (১ ‍আগস্ট) পৌঁছান সোহেল। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লঙ্গুরপাড় এলাকায়।
 
জানা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী ও মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীর ছোট বোন হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) গত বুধবার রাতে একই গ্রামে অবস্থিত বড় ভাই আসিদ আলীর বাড়ি থেকে রাতের খাবার খেয়ে প্রতিবেশী রকিব মিয়ার বাড়িতে রাতযাপন করেন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে রকিব মিয়ার স্ত্রীকে চা বানানোর কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। রকিব মিয়ার স্ত্রী চা তৈরি করলেও হাজেরা বিবি আর আসেননি। এদিকে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেলেও হাজেরা বিবি বাড়ি না ফেরায় তার ছেলের ঘরের নাতনি শাম্মী (১০) বাড়ির পাশেই দাদা আসিদ আলীর বাড়িতে গিয়ে দাদির খোঁজ করে। 
 
আওয়ামী লীগ নেতা আসিদ আলী বলেন, নাতনির মুখে দাদি বাড়ি ফেরেনি শুনে তাকে সাথে নিয়ে বোনের বাড়ি গিয়ে দেখি দরজা তালাবদ্ধ, বাইরের বাতি জ্বলছে। অন্য ঘরে গাভীগুলোও ডাকাডাকি করছে। তখন তিনি আশপাশ এলাকাল বাড়িঘরগুলোতে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রকিব মিয়ার স্ত্রী তাকে জানান, রাতে হাজেরা বিবি তাদের বাড়িতে ঘুমিয়েছিলেন। ভোরে চা বানিয়ে রাখতে বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে সম্ভাব্য সব আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে গত শুক্রবার বিকেলে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং ১৩৬৮) করেন আসিদ আলী।
 
শনিবার মুঠোফোনে ঘটনাটি ঢাকায় অবস্থানকারী আসিদ আলী তার ভাগ্নে (হাজেরার ছেলে) সোহেল আহমেদকে জানান। সোহেল মায়ের নিখোঁজ হওয়ার খবর শুনে করোনার কারণে লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় নিজেই বাইসাইকেল চালিয়ে ঢাকা থেকে রওনা দিয়ে ১৪ ঘণ্টা পর কমলগঞ্জের লঙ্গুরপাড়স্থ গ্রামের বাড়িতে আসেন। সোহেল বাড়ি পৌঁছেই লোকজন নিয়ে রোববার সারাদিন বাড়ির আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকার ঝোঁপঝাড়, খাল, ডোবা, পুকুরসহ সব আত্মীয়স্বজনের বাড়ি তন্নতন্ন করে খোঁজ করেও মা হাজেরা বিবির কোনো সন্ধান পাননি।
 
সোহেলের খালাতো ভাই ভানুগাছ চৌমুহনীস্থ সিএনজিচালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া জানান, ২০-২৫ বছর আগেও একই ভাবে তার খালু সোহেলের পিতা মানিক মিয়াও নিখোঁজ হয়েছিলেন। তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
 
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ গৃহবধুকে খুঁজে বের করার চেষ্টা চলমান রয়েছে।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত