ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কুতুবদিয়া বৃদ্ধ কৃষককে মারধর ও দোকান লুট, ব্যাবস্থা নিচ্ছে না পুলিশ


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৫-৭-২০২৩ দুপুর ৩:৪৫
ধান চাষের পানি সেচের দুইশো টাকা পাওনাকে কেন্দ্র করে কক্সবাজার কুতুবদিয়া উপজেলার এক বৃদ্ধ কৃষককের দোকানে হামলা চালিয়ে মারধর করে সর্বস্ব লুট করার অভিযোগের পরেও কোন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অভিযোগকারী।
 
গত সোমবার ২৬ জুন বিকাল আড়াই টার দিকে কুতুবদিয়া ধুরুং বাজার স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে।
 
এ বিষয়ে মঙ্গলবার ২৭ জুন কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী দেলয়োর হোছাইন (৬১)। তিনি কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ৩নং ওয়ার্ডের পূর্ব আলী ফকির ডেইলের মৃত আমান উল্লাহ চৌধুরীর ছেলে।
 
অভিযুক্তরা হলেন, মৃত নুরুল আনোয়ারের ছেলে নুরুল কবির (৪৫), এরফানের ছেলে মুজাহিদুল ইসলাম (২৬), মৃত নুরুল আনোয়ারের ছেলে নুরুল আবছার (৫০),মৃত এমদাদুল হকের ছেল এহসান (৫৫), মনিরুজ্জামানের ছেলে মনিরুল মান্নান (৫২), শফিউল আলমের ছেলে শফিউল আজম মানিক (৫৫) ও মৃত কবির আহমদের ছেলে শহিদ (২২)। তারা সবাই কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ৩নং ওয়ার্ডের পূর্ব আলী ফকির ডেইলের বাসিন্দা।
 
অভিযোগ সূত্রে দেলোয়ার হোছাইন জানান, প্রতি কানি জমিতে ধান চাষ করার জন্য ১৪ হাজার টাকা দরদাম করে এহসানের নলকূপ থেকে পানি নিয়ে ৭ গন্ডা ধান চাষ করেন তিন। সেই হিসেবে তিনি ৭গন্ডার মূল্য পরিশোধ করার পর ২০০ টাকা পাওনা থাকেন নলকূপের মালিকপক্ষ। কিন্তু এহসানের নলকূপটি দেখাশোনা করার দায়িত্বে নুরুল কবির থাকায় সে কানি প্রতি ১৫ হাজার টাকা দাবী করে। এবং ১৫ হাজারের হিসাবে বাকী টাকার জন্য দেলোয়ারের দোকানে এসে বিভিন্ন সময় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন বসে হিসেব করে বিষয়টি সমাধান করে দেন। 
 
তিনি জানান, মিমাংসা হয়ে যাওয়ার পরেও নুরুল কবির লোকজন নিয়ে এসে সোমবার ২৪ জুন দুপুর আড়াইটার দিকে তার দোকানে এসে ঝগড়া ও গালিগালাজ করতে থাকে। এবং নুরুল কবির, মুজাহিদুল ইসলাম, এহসান, মনিরুল মান্নান, শফিউল আজম মানিক ও শহিদ লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধরের এক পর্যায়ে দোকানের ক্যাশ বক্সে গরু ক্রয়ের জন্য থাকা নগদ টাকা ও দোকানের মালামাল বিক্রির টাকা লুট করে নেন সাবেক ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম। এসময় আহত অবস্থায় শোর চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় বেসরকারি হসপিটালে ভর্তি করায়। পরবর্তীতে সেখানকার ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য কুতুবদিয়া সরকারী হাসপাতালে প্রেরণ করেন। এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে নিজের জীবনের ঝুকি এড়াতে ও সুষ্ঠু বিচার চেয়ে কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করে বলে জানান দেলোয়ার হোছাইন।
 
স্থানীয়রা জানান, দেলোয়ার হোছাইনের সাথে ধান চাষের পানি সেচের অল্প টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিলো। পরে এলাকার সবাই মিলে বিষয়টি মিমাংসা করে শেষ করে দিই। কিন্তু পরদিন নুরুল কবির ও এহেছান ধুরুং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল মান্নান, কুতুবদিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক শওকক আজিম মানিক ও ধুরুং ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম সহ কয়েকজনকে নিয়ে দেলোয়ার হোছাইনের দোকানে হামলা চালিয় মারধর করে এবং টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া থানার ওসি তদন্ত কানন সরকার বলেন, পানি সেচের সামান্য টাকা পাওনাকে কেন্দ্র মারধরের ও লুট করার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কুতুবদিয়া থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। যেহেতু ঈদ চলে আসছে ঈদের পরেই বসে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত