ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মিথ্যা মামলা হামলায় অতিষ্ঠ প্রবাসীর স্ত্রীসহ স্থানীয়রা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৬:১৪

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানিতে প্রবাসী পরিবারসহ অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার অসহায় মানুষ,এমন অভিযোগ করেছে ভুক্তভোগী ও স্থানীয়রা।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার শীলকূপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনকিচর এলাকার নুরুল আলমের স্ত্রী মিনার বেগম ও তার পরিবারের সদস্যদের জুলুম  নির্যাতন,মিথ্যা মামলা ও হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়েছে আবুল হোসেন প্রবাসী পরিবার ও স্থানীয় অসহায় মানুষ।হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ৭ জুলাই শুক্রবার বিকেলে ৭ নং ওয়ার্ড আস্কোরিয়া পাড়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

প্রবাসীর স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে,তিনটি দলিল মূলে আমার ও আমার স্বামী আবুল হোসেনের নামে প্রায় সাড়ে চার গন্ডা জমি ক্রয় করেছি এবং সেই মূলে উক্ত খরিদা জায়গা আমাদের নামে নামজারি জমাভাগ সৃজিত খতিয়ানও সম্পাদন করা হয়।বিগত ২০১৪ সাল থেকে ওই জায়গাতে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে স্থিত থাকিয়া বিগত ২০১৯ সালে উক্ত জায়গাতে বহু অর্থ ব্যয়ে মাটি ভরাট করে বসতঘর নির্মাণ করার সময় একই এলাকার অভিযুক্ত মিনার বেগম ও  তাঁর ছেলে মোঃ দিদার এসে আমার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।তাদের দাবি অনুযায়ী চাঁদা দিতে না পারায় অভিযুক্তরা আমার ঘর নির্মাণ কাজের জিনিস পত্র ভাংচুরসহ মালামাল লুট করে নিয়ে যায়।

উক্ত ঘটনার পর থেকে অভিযুক্তরা আমার জায়গা জবরদখলসহ বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে।এছাড়াও আলম নামের আরেক সন্ত্রাসী আমার পুকুর দখল করে নিচ্ছে।তাই কোন উপায় না দেখে এবিষয়ে আমি বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট(দক্ষিণ) আদালত চট্টগ্রাম -৩৪০/২৩ ইং নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছি ওই মামলাটি তদন্তাধীন আছে কিন্তু এরই মধ্যে ওই মামলা তুলে নিতে বাদীনিকে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে অভিযুক্তরা।এছাড়াও মিনারা বেগমের ছেলে দিদার পুলিশের চাকরি করে, যার ফলে পুলিশ ছেলের প্রভাব খাটিয়ে নিরহ মানুষের উপর নানা ধরনের জুলুম,  নির্যাতন করে, আর আমার স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে পুলিশে চাকরি করা ওই দিদার বাড়ীতে আসলে প্রায় সময় আমাকে অনৈতিক প্রস্তাবও দেয়,আমি তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াতে সে আমার উপর আরো বেশি ক্ষিপ্ত হয়।

এসময় ভুক্তভোগী রহিমা আরো বলেন, আমি অভিযুক্ত মিনার ও তাঁর ছেলে (পুলিশ)কে চাঁদা না দেয়া এবং তার ওই দিদারের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমার বসতঘরে অবৈধ জিনিস ঢুকিয়ে দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর প্রকাশ্যে হুমকিও দিয়েছে তারা।অভিযুক্তদের ভয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে চরম আতংকে আছে ওই প্রবাসীর স্ত্রী রহিমা।

এসময় অভিযুক্ত মিনার বেগমের চাচা ছিদ্দিক আহমেদ বলেন,মিনার বেগমের ছেলে দিদার পুলিশের চাকরি করে,আর ওই পুলিশ ছেলের দাপট দেখিয়ে মিনার,লাকী, জরিনা এলাকার অসহায় মানুষের উপর জুলুম-নির্যাতনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। চাঁদাবাজিও করছে তারা,তাদের দাবি মতে চাঁদা দিতে না পারায় আমার বসতঘর ভাংচুর করেছে এবং আমার বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলাও দিয়েছে অভিযুক্তরা।তাই আমি তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছি।ওই চাঁদাবাজি মামলায় জামিনে আসার পর থেকে অভিযুক্তরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।এসময় এলাকায় বিভিন্ন জনের বিরুদ্ধে মিনার বেগম ও তার বোন, মা'সহ বাদী হয়ে ভুক্তভোগী ছিদ্দিক আহমেদ,লক্মীপ্লাজার কাপড় দোকান ব্যবসায়ী শাহাবুদ্দিনসহ বেশ কিছু নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে অভিযুক্তদের দায়েরকৃত অন্তত ২৫/২৬ টি মামলার কপি দেখান ভুক্তভোগীরা।

অভিযুক্ত মিনার ও তার পরিবারের সদস্যদের জুলুম নির্যাতন ও মিথ্যা মামলাসহ হয়রানি থেকে বাঁচতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা পরিবারের সদস্যরা।উল্লেখ্য,শুক্রবার বিকেলে পৌরসভা ৭ নং ওয়ার্ডের আস্করিয়া পাড়া দোকান ঘাটা এলাকায় অভিযুক্ত মিনার বেগম,তার ছেলে পুলিশ দিদার, বোন লাকীরসহ তাদের আত্মীয় স্বজনদের জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লক্ষীপ্লাজার কাপড় ব্যবসায়ী শাহাবুদ্দিনসহ ভুক্তভোগী পরিবারবর্গ ও স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা