ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মক্কায় হজযাত্রীদের সঙ্গে তাইয়েবা ট্যুর এন্ড ট্রাভেলের প্রতারণা


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ৯-৭-২০২৩ বিকাল ৫:৪৮

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ^রী মসজিদের পাশে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে হজ¦ এজেন্সির বিরুদ্ধে হজ¦ব্রত পালনদ হাজীদের সাথে প্রতারণার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মালিক প্রতি বছর হাজীদের সঙ্গে প্রতারণা করে অল্প দিনেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। 
সূত্র জানায়, এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মালিক প্রতি বছর দেশের বিভিন্ন এলাকার দালালদের মাধ্যমে পবিত্র হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে নিয়ম ভঙ্গ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।এরপর শর্ত মোতাবেক হাজীদের খাবার পরিবহন ও যাতায়াতের ব্যবস্থা না করেই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। পরে হাজীরা হজ¦ পালন শেষে দেশে ফিরে আসার পর বিভিন্ন এলাকার প্রভাবশালী ইউপি চেয়ারম্যান, মসজিদের ইমাম, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রবীন শিক্ষক যারা হজ করে আসেন। তাদেরকে গিয়ে বিভিন্ন উপঢোকন এমনকি বাড়তি টাকা ফেরত দিয়ে প্রশংসা অর্জন করেন। এরপর তাদের মাধ্যমে পুনরায় সারাদেশ থেকে হাজীদের সংগ্রহ করেন। 
ভুক্তভোগিরা জানান, ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজের উদ্দেশে একত্রিত হয়। এই হজ কার্যক্রমকে ঘিরে এবার প্রতারণার অভিযোগ পাওয়া গেছে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। হাজীদের উন্নত সুবিধা দেয়ার বিনিময়ে অধিক টাকা আদায় করলেও বাস্তবে নোঙরা আবাসন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ব্যবস্থা করে টাকা হাতানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে কয়েকজন যাত্রী প্রতিদিনের কাগজকে অভিযোগ করলেও অভিযুক্ত প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার যোগসাজশ থাকায় সুষ্ঠু বিচার নিয়ে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ থেকেও প্রতি বছর লক্ষাধিক মানুষ হজের উদ্দেশ্যে সৌদি গমন করেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে এজেন্সিগলো। এদের মধ্যে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ লাইসেন্স নম্বর : (০৯১১)। তারা ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির প্যাকেজ ঘোষণা করে। সরকারি খরচের চেয়ে এই ব্যয় প্রায় আট থেকে ১১ গুণ বেশি। যদিও ২০২২ সালে একই প্যাকেজের মূল্য ছিল যথাক্রমে চার লাখ ৬৫ হাজার ও তিন লাখ ৬৫ হাজার টাকা। তবে উচ্চ দরে এই প্যাকেজ ঘোষণা করলেও প্যাকেজে উল্লিখিত সুবিধা দেয়া হয়নি গ্রাহকদের।
অভিযোগে জানা গেছে, এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ’ প্যাকেজ যাত্রীদের মক্কায় বাইরে ২০০ গজ সীমার মধ্যে চারতারকা বিশিষ্ট হোটেলে রাখার কথা বললেও বাস্তবে প্রায় ছয় কিলোমিটার দূরে অতি নিম্নমানের হোটেলে থাকার ব্যবস্থা করে। অধিকাংশ রুমের দরজা-জানালার হাতল, লক, এসি ইত্যাদি নষ্টের পাশাপাশি টয়লেটে পানি ও টিস্যুর ব্যবস্থা ছিল না। এমনকি সেখান থেকে মক্কায় যেতে যানবাহনের তেমন ভালো ব্যবস্থাও ছিল না বলেও জানিয়েছে ভুক্তভোগীরা। ফলে অনেকেই ব্যক্তিগত টাকা খরচ করে এবং পায়ে হেঁটে হারাম শরিফে জুমা আদায়ের উদ্যোগ নেয়। আবার খাবার খেতেও চরম অব্যবস্থাপনা শিকার হন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 
সৌদিতে অবস্থানরত ভুক্তভোগিরা জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমাদের ঠেলাঠেলি করে খাবার সংগ্রহ করতে হয়েছে। আবার পর্যাপ্ত বসার জায়গা না থাকায় অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়েছে। তা ছাড়া হজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিয়মিত ফ্রিজের মাংস, রুই মাছ, রুটি-কলাসহ যে সব খাবার সরবরাহ করা হয়েছে তা অনেকেই খেতে পারেনি।আমাদের থেকে বেশি মূল্যে ‘এ’ প্যাকেজের নামে যে সেবা দিয়েছে অন্যান্য এজেন্সিগুলো সেগুলো ‘বি’ প্যাকেজ ধরে তাদের গ্রাহকদের সার্ভিস দিয়েছে।
হজযাত্রীদের ভালো সুবিধা দেয়ার নামে মূলত তাদের সাথে প্রতারণা করেছে। সে সময় বিষয়টি নিয়ে হজ যাত্রীরা সেখান থেকে প্রতিদিনের কাগজ এর কাছে অভিযোগ জানিয়েচেন। হাজীদের সাথে এমন প্রতারণায় সরকারের হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করেছে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ৩১, সহিদ শহীদ সাংবাদিক সেলিনা পারভিন রোড, ঢাকা সরেজমিনে বক্তব্য জানতে গেলে তারা অফিস থালা লাগিয়ে পালিয়ে যায়।
অভিযোগে আরো জানা গেছে, গ্রামের মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হাজীরা সৌদি আরব যাওয়ার পর তাদের নিয়োগকৃত দালালরা বিবিন্ন ভাবে হাজীদেরকে মোটিভেট করে জাতে সার্ভিস নিয়ে কোনো কথা না বলেন এবং মিনায় প্রথম দিন হাজিদের দুপুরের খাবার দেইনি। আরাফাত থেকে মোজদালিফা যাওয়ার পথে নন এসি গাড়িতে প্রায় ২ ঘণ্টা বসিয়ে রেখে সমস্ত হাজিদের অসুস্ত বানিয়ে ফেলছে বলেও অভিযোগ করেন। হাজীরা জানান, এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়োগ লোকজন কথায় কথায় হাজিদের সাথে দুর্বাবহার করেন এবং প্রতিটি হাজীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে বলেন প্রতিদিনের কাগজ এর কাছে অভিযোগ করেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান,হাজীদের এই অভিযোগগুলোকে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ এর সাথে রাষ্ট্রের ভাবমর্যাদা জড়িত। এ ধরনের ঘটনা সরকারের হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করেছে। হাজীদের এই অভিযোগের বিষয়ে জানতে এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস স্বত্ব্বাধিকারীর নাম্বরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি শাখার আহবায়ক কমিটি অনুমোদন

কুয়েত দূতাবাস সহ মধ্যপ্রাচ্য দূতাবাস গুলো সংস্কার অতি জরুরি

সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষে কনস্যুলেটের উদ্যোগ

লিসবনে আগা খান চতুর্থের জানাজা সম্পন্ন

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল সভাপতি শেখ তিতুমীর, সম্পাদক মোহাম্মদ ফিরোজ

হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন

বাংলাদেশের পাসপোর্ট ব্যাবহার করে রোহিঙ্গারা বাংলাদেশের মান সন্মান নষ্ট করছে

জেদ্দা কন্সুলেটে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

কুয়েত ব্যাংক ঋণ নিয়ে ‘পলাতক’ প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক