ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে গলা কেটে গৃহবধুকে খুন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:১৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নে গভীর রাতে বাড়ীতে ঢুকে গলা কেটে এক গৃহবধূকে খুন করেছে দূর্বৃত্তরা।চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
৮ জুলাই (শনিবার)গভীর রাতে উপজেলার বৈলছড়ীর ৯ নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকায় চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৈলছড়ীর ৯ নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া গ্রামে রাশেদা বেগম(৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।হত্যাকান্ডের শিকার হওয়া গৃহবধূ রাশেদা বেগম ওই এলাকার নুরুল ইসলাম প্রকাশ তোতা মিয়ার স্ত্রী।তিনি ২ কন্যা সন্তানের জননী।

ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) কামরুল ইসলামসহ বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত রাশেদা বেগমের স্বামী নুরুল ইসলাম প্রঃ তোতামিয়া তাঁর চিকিৎসার জন্যে ঘটনার দুইদিন পূর্ব থেকে চট্টগ্রাম শহরে গেছে,আর ওই গৃহবধূ তাঁর বসতঘরে একাই ছিলেন।সেই সুবাদে ওই গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার জন্যে দূর্বৃত্তরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে তারা।এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা কারা ঘটিয়েছে তা সঠিক ভাবে কেউ এখনো পর্যন্ত বলতে পারছেনা।তবে ঘটনার দুইদিন পার হয়ে গেলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন না হওয়ায় পুরো এলাকাজুড়ে চলছে উত্তেজনা ও আলোচনা -সমালোচনা।

এব্যাপারে বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন চৌধুরী জানান,ওই মহিলা ঘরে একাই ছিলেন,স্বামী শহরে ছিলো,ঘটনা হয়তো শনিবার দিবাগত রাতে হয়েছে।হত্যার শিকার ওই গৃহবধূর ২ মেয়ে, ওই দুই মেয়েকে বিবাহ দিয়েছে।ঘরে তিনি ছাড়া আর কেউ ছিলোনা।ঘটনার সঠিক রহস্য উদঘাটনের জন্যে পুলিশ কাজ করছে।
বাঁশখালী থানা পুলিশ তদন্ত অফিসার সুধাংশু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৈলছড়ীর পশ্চিম চেচুরিয়া ঘোনা পাড়া গ্রাম এলাকায় নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৫০) নামের এক গৃহবধূকে রাতে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আ্যাডিশনাল ক্রাইম অফিসার,সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশ টিম কাজ করছে।ওই গৃহবধূ এলাকার বিভিন্ন লোকজনের সাথে মোনাফা করার জন্যে টাকা লেনদেনের কাজ করতো বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি,তবে ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এবং কি কারণে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি,জিজ্ঞাসাবাদের জন্যে একজনকে আনা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন আছে, ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আর ঘটনার মূল রহস্য উদঘাটন করাসহ জড়িতদের আটকের জন্যে পুলিশ জোরালো ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।


উল্লেখ্য,বাঁশখালীতে ২০২৩ সালের শুরু থেকে এই পর্যন্ত ৭ মাসের মাথায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৯ জন।একেরপর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলছে, থামানো যাচ্ছে না বাঁশখালীতে খুনের ঘটনা,এই নিয়ে পুরো বাঁশখালীজুড়ে আলোচনা-সমালোচনার শেষ নেই।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক