ছাত্রজীবন থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু : ঢাবি উপাচার্য

সরকারি বাঙলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 'বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মতবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি' শীর্ষক আলোচনায় এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগস্ট) রাত ৮টা ৩০মিনিটে ভার্চুয়াল এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফরোজা বেগমের সভাপতিত্বে 'বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মতবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি' নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
তিনি বলেন, অসাম্প্রাদায়িকতা ও মানবতাবোধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু দেশ গড়েছেন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময়ে যে দাঙ্গা শুরু হয়েছিলো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিন্দু ও মুসলিমদের মধ্যে সস্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তিনি ধাপে ধাপে একাই অসাম্প্রাদায়িক রাষ্ট্র গড়েছেন। যা সমগ্র উপমহাদেশে রোল মডেল হয়ে থাকবে।
মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্র নেতা এবং পরবর্তীতে যুবনেতা হিসেবে তিঁনি অসাম্প্রদায়িক চেতনা গড়ার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশ নেন। পাকিস্তান ছিলো সাম্প্রদায়িক রাষ্ট্র। যার কারনে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে রাজনৈতিক,অর্থনৈতিক বৈষম্য ছিলো। এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেন। যার কারনে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাঁর ডাকে সাড়া দেন এবং মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি হয়। যা এখনও আমাদের একমাত্র শক্তি।
এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানান উপাচার্য।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সামছুন্নাহারের সঞ্চালনায় এছাড়াও ভার্চুয়াল আলোচনায় বক্তাব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং প্রবন্ধ উপস্থাপনা করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ড.সিকান্দার আলী ভুঁইয়া।
এমএসএম / এমএসএম

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025
Link Copied