ছাত্রজীবন থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু : ঢাবি উপাচার্য
সরকারি বাঙলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 'বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মতবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি' শীর্ষক আলোচনায় এক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগস্ট) রাত ৮টা ৩০মিনিটে ভার্চুয়াল এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফরোজা বেগমের সভাপতিত্বে 'বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মতবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি' নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
তিনি বলেন, অসাম্প্রাদায়িকতা ও মানবতাবোধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু দেশ গড়েছেন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময়ে যে দাঙ্গা শুরু হয়েছিলো সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিন্দু ও মুসলিমদের মধ্যে সস্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তিনি ধাপে ধাপে একাই অসাম্প্রাদায়িক রাষ্ট্র গড়েছেন। যা সমগ্র উপমহাদেশে রোল মডেল হয়ে থাকবে।
মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্র নেতা এবং পরবর্তীতে যুবনেতা হিসেবে তিঁনি অসাম্প্রদায়িক চেতনা গড়ার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশ নেন। পাকিস্তান ছিলো সাম্প্রদায়িক রাষ্ট্র। যার কারনে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে রাজনৈতিক,অর্থনৈতিক বৈষম্য ছিলো। এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেন। যার কারনে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাঁর ডাকে সাড়া দেন এবং মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি হয়। যা এখনও আমাদের একমাত্র শক্তি।
এছাড়াও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানান উপাচার্য।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সামছুন্নাহারের সঞ্চালনায় এছাড়াও ভার্চুয়াল আলোচনায় বক্তাব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং প্রবন্ধ উপস্থাপনা করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ড.সিকান্দার আলী ভুঁইয়া।
এমএসএম / এমএসএম
বিতর্কের মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা-সংগীত শিক্ষক পদ বাদ
বাঁচতে চায় জবি শিক্ষার্থী নূরনবী, মানবতার টানে এগিয়ে আসুন একটি জীবন বাঁচানোর আহ্বান
ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতার অভিযোগে ৭৪ শিক্ষক -কর্মকর্তা- শিক্ষার্থী বহিষ্কার
রসায়ন ছাত্র থেকে বৈশ্বিক পর্যটন নেতৃত্বে আল মামুন
জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জকসু সামনে রেখে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
র্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর
জকসু নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা
বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন
সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব
Link Copied