ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কাপ্তাই-সড়কে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১২:১৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রধান ফটকের সম্মুখে অটোরিকশা হতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১১-জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছেন সড়ক দূর্ঘটানায় মৃত্য হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার মোস্তফা টিপু বলেন, আমি চুয়েট হতে বাড়ি ফিরছিলাম। যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিনা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপরে পড়ে রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখি। স্থানীয় রেস্টুরেন্টের মালিকসহ আরো কয়েকজনের উপস্থিততে রক্তাক্ত অবস্থায় সেই যুবককে একটি অটোরিকশা থামিয়ে সেখানে তুলে দিয়। অটোরিকশা চালক নাছির উদ্দীন বলেন, আমি কাপ্তাই রাস্তার মাথা হতে রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে ভাড়া নিয়ে যায়। ফেরার পথে একটি কলেজের সম্মুখে আমাকে থামিয়ে রক্তাক্ত আহত এক যুবককে আমার গাড়িতে তুলে দেয়। তার সাথে অরো দুইজন আমার গাড়িতে উঠে চুয়েট মেডিক্যালে নেওয়ার চেষ্টা করতে গেইটের সিকিউরিটি চুয়েটের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন। এই সময় গাড়িতে থাকা অন্যদুইজন সরে পড়েন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি, রাউজান থানা ও রাঙ্গুনিয়া থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। সিএনজি চালিত অটোরিকশার ভেতরে থাকা লাশটির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল  টি-শার্ট ও ট্রাউজার। গলায় কাটার ক্ষত। মুখের বামপাশ ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, কেউ হত্যার উদ্দেশ্যে গলা কেটে রাস্তায় ফেলে দিয়েছেন নতুবা কোন গাড়ি মারাত্মকভাবে আঘাত করে পালিয়ে।
তবে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে, তার পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন দ্রুত এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যাইনি। চুয়েটের ঘটনাস্থল থেকে লাশটি রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক