কাপ্তাই-সড়কে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রধান ফটকের সম্মুখে অটোরিকশা হতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১১-জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছেন সড়ক দূর্ঘটানায় মৃত্য হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার মোস্তফা টিপু বলেন, আমি চুয়েট হতে বাড়ি ফিরছিলাম। যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিনা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের সম্মুখে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপরে পড়ে রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখি। স্থানীয় রেস্টুরেন্টের মালিকসহ আরো কয়েকজনের উপস্থিততে রক্তাক্ত অবস্থায় সেই যুবককে একটি অটোরিকশা থামিয়ে সেখানে তুলে দিয়। অটোরিকশা চালক নাছির উদ্দীন বলেন, আমি কাপ্তাই রাস্তার মাথা হতে রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে ভাড়া নিয়ে যায়। ফেরার পথে একটি কলেজের সম্মুখে আমাকে থামিয়ে রক্তাক্ত আহত এক যুবককে আমার গাড়িতে তুলে দেয়। তার সাথে অরো দুইজন আমার গাড়িতে উঠে চুয়েট মেডিক্যালে নেওয়ার চেষ্টা করতে গেইটের সিকিউরিটি চুয়েটের ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন। এই সময় গাড়িতে থাকা অন্যদুইজন সরে পড়েন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি, রাউজান থানা ও রাঙ্গুনিয়া থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। সিএনজি চালিত অটোরিকশার ভেতরে থাকা লাশটির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল টি-শার্ট ও ট্রাউজার। গলায় কাটার ক্ষত। মুখের বামপাশ ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, কেউ হত্যার উদ্দেশ্যে গলা কেটে রাস্তায় ফেলে দিয়েছেন নতুবা কোন গাড়ি মারাত্মকভাবে আঘাত করে পালিয়ে।
তবে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে, তার পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন দ্রুত এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যাইনি। চুয়েটের ঘটনাস্থল থেকে লাশটি রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
রাজশাহী ১ তানোর- গোদাগাড়ীতে বিএনপিতে দ্বন্দ্ব, ভোটের প্রস্তুতি শেষ জামায়াতের
কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি: নতুন শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ৫২ জন
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত