ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ভোলাহাটে সুজনের পক্ষ থেকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়া কে সংবর্ধনা


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১১:৪৩
 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজন-সুশাসনের জন্য নাগরিক, ভোলাহাট উপজেলা শাখার পক্ষ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিক ২০২৩ এর সাঁতার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করায় ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম শ্রেণির কৃতি ছাত্রী মোসাঃ ওয়াকিয়া খাতুন কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ জুলাই বুধবার বিকেলে কলেজ মোড়স্থ একতা মার্কেট এর ২য় তলায় উপজেলা সুজনের নিজ কার্যালয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী। সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের উপদেষ্টা মোঃ ফুয়াদ হোসেন, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুনের প্রতিনিধি সহকারী শিক্ষক মোসাঃ উম্মে হাবিবা, উপজেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম অসিম সহ উপজেলা এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। 
 
স্বর্ণপদক জয়ী মোসাঃ ওয়াকিয়া খাতুনের মাতা অনুষ্ঠানে আবেগ আপ্লূত হয়ে বলেন আমার মেয়ে বাক প্রতিবন্ধী হওয়া সত্বেও সে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের প্রদর্শক জিকে মতিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যুগ্ম পরিচালক মোঃ রশীদুল আলম জেম সহ অনেকেই সহযোগিতা করেছেন। 
 
সংবর্ধনা অনুষ্ঠানে সুজনের পক্ষ থেকে সম্মাননা স্মারক সূচক ক্রেস্ট, সভাপতির পক্ষ থেকে তার পরিবারের জন্য একটি প্রেসার কুকার এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি স্কুল ব্যাগ স্বর্ণপদক জয়ী ওয়াকিয়ার হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বক্তারা ওয়াকিয়ার উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং আগামীতে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাথে সাথে সহৃদয়বান ব্যক্তিবগর্কে তার পাশে দাঁড়াতে আহবান জানান। দ্বিতীয়ার্ধে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার একটি কার্যালয় একতা মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন