রাউজানে লাগানো হবে ৫'লাখ গাছের চারা, কদলপুরে ব্যাপক প্রস্তুতি

আগামী ১৭ই জুলাই সারা রাউজানে লাগানো হবে ৫ লাখ গাছের চারা। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপির এ উদ্যোগ'কে সফল করতে রাতদিন মাঠে নেমে কাজ করেছেন ৮নম্বর কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি তার ৯টি ওয়ার্ডে সরজমিনে গিয়ে বৃক্ষরোপণের জন্য গর্ত খুঁড়ে রাখা জায়গা গুলো পরিদর্শক করছেন প্রতিদিন। নিজেও কোদাল হাতে নিয়ে চারা রোপনের স্থান গুলোতে গর্ত খুঁড়ছেন। চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন স্থানীয় মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষলীগ, ছাত্রলীগ এবং গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ উৎসব মুখর পরিবেশ নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের জন্য কাজ করতে দেখা যাচ্ছে। কদলপুর গ্রামে যেন উৎসব শুরু হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে।
এলাকার মানুষের সাথে কথা বলে তারা জানান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান একজন যোগ্য লোক। তিনি চেয়ারম্যান হওয়া পর থেকে আমাদের ইউনিয়নে নানা উন্নয়ন কাজে হচ্ছে। কদলপুরকে অপরাধ মুক্ত করছে। গোটা কদলপুর গ্রামকে তিনি সাজিয়ে তুলার জন্য নানা উদ্যোগ হাতে নিয়ে কাজ করছেন। এই বৃক্ষরোপণের জন্য চেয়ারম্যান যে পরিশ্রম করেছেন সেটা দেখে আমারাও অনুপ্রাণিত হচ্ছি। তিনি ওয়ার্ডে ওয়ার্ডে এসে বৃক্ষরোপণের জন্য তৈরি করা গর্ত গুলো সঠিকভাবে করা হয়েছে কিনা দেখছেন। কোথাও কাজের ভূল হলে তিনি আবারও ঠিকটাক মতো কাজ করতে আহবান করছেন।
এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আগামী ১৭ই জুলাই সারা রাউজানে ৫ লাখ গাছের চারা রোপন করা হবে। এ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। লাগানো হবে ফলদ, ঔষধিসহ নানা জাতের পাঁচ লাখ গাছের চারা। আমাদের কদলপুর ইউনিয়নে প্রায় ৩৫ হাজার চারা রোপন করা হবে সেই দিন। আমরা প্রায় প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আমাদের ইউপি সদস্য ও রাজনীতিকর্মীরা আমার ডাকে সারা দিয়ে তারা খুব সুন্দর করে নিজ নিজ এলাকায় কাজ করছেন। আমি এই সুন্দর উদ্যোগের একজন অংশীদার হতে পেরে আনন্দিত। কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন। পরিবেশ বাঁচানোর প্রথম পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। তাই বেশি বেশি বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের দেশকে নানা প্রাকৃতিক দুর্যোগসহ অতিরিক্ত গরম থেকে আমরা রক্ষা পাবো। তিনি আরও বলেন, ২০১৭ সালে আমাদের রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উদ্যোগে সারা রাউজানে ১ ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার নানা রকমের ফলজ গাছের চারা রোপন করে রেকর্ড করেন তিনি। এই বৃক্ষ রোপন করে তিনি জাতীয় পুরস্কার হিসাবে স্বর্ণপদক অর্জন করেন। এই বৃক্ষরোপনের জন্য তিনি পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পদক পান। ২০১৭ সালে বর্ষা সময়ে রাউজানের প্রতিটি সড়ক, শিক্ষাপ্রতিষ্টান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মন্দির,
মানুষের ঘর-বাড়িতে তিনি ফলজ, বসজ ও নানা ওষধি গাছ রোপন করেন। এসব ফুল আর ফল এলাকার মানুষ ভোগ করছে। এবারও আমরা এই বৃক্ষরোপণকে সফল করতে রাউজানের সাংসদ সদস্য আধুনিক রাউজানের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে আমরা সবাই মাঠে কাজ করছি ইনশাআল্লাহ আমরা সফল হবো। এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদান জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের হতে চট্টগ্রাম জুড়ে ২৩ লক্ষ গাছের চারা লাগানোর কর্মসূচির আওতায় রাউজানেও ৫ লাখ গাছের চারা রোপন করা হবে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী (সাবু), ইউপি সদস্য, হাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোবারক আলি, উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শওকত উদ্দীন চৌধুরী, ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল, আলি আকবর, মমতাজ মিয়া, মোঃ আলমগীর, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক পংকজ ভট্টাচার্য। কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, লোকমান হাকিম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণ এর সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, ইউপি সদস্য ইকরাম হোসেন, ইলিয়াস মিয়া, যুবলীগ নেতা জয়নাল আবেদীন বাবু, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদুল ইসলাম সুজন, ছাত্রলীগনেতা অন্তু দাস, মহিলা ইউপি সদস্য, হাসিনা বেগম চৌধুরী, লাভলী আক্তার, এনি বড়ুয়াসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
