বিমানবন্দরে মলম ও অজ্ঞান পার্টির মূল হোতা গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ শুক্রবার সকাল আনুমানিক ০৯:৩০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। এক প্রেস ব্রিফিং এ তিনি গণমাধ্যমেকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে গ্রেফতার করে। ০২ জনই পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় চুরি এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে।
এডিশনাল এসপি জিয়া আরও জানান, গ্রেফতারকৃত বারেক সরকার(৪২) এয়ারপোর্ট কেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা। অপর দিকে আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত এবং এই অজ্ঞান পার্টির সদস্য। অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারানো ০২ জন যাত্রীর কাছ থেকে গত ০৮ ও ১১ জুলাই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ০২টি অভিযোগ পায়। ভুক্তভোগীরা জানান, বিমানবন্দরে অবতরনের পর সকল আনুষ্ঠানিকতা শেষে তারা যখন নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ক্যানোপিতে বা পার্কিং এরিয়াতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের সাথে যাত্রীবেশী ডাকাত বারেক ও আমিরের পরিচয় হয়। কথায় কথায় তারা অভিযোগকারীর বিশ্বাস অর্জন করে নেন এবং সখ্যতা গড়ে তোলেন । এর পর সুকৌশলে যাত্রীর গন্তব্য জেনে নিয়ে নিজেও একই গন্তব্যে যাবেন বলে একসাথে শেয়ারে গাড়ি ভাড়া করে বা বাসে ভ্রমণের প্রস্তাব দেন। পরে সুযোগ বুঝে যাত্রীকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে সরে পড়ে অপরাধীরা। অল্প কয়েকদিনের মধ্যে ০২ টি ঘটনা ঘটায় এয়ারপোর্ট এপিবিএন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে। তদন্তে ঘটনার মূল অপরাধী বারেক এবং আমিরকে শনাক্ত করা হয়। এপিবিএনের কাছে অভিযোগ করা ভুক্তভোগী নেহারুলের অভিযোগের সাথে অজ্ঞান পার্টির নেতা বারেকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়াও আরেক প্রবাসী ইসমাইল হোসেনের অভিযোগের মূল অভিযুক্ত বারেক এবং আমির নামের গ্রেপ্তারকৃত এই দুই ডাকাত। অভিযুক্ত দুজনের ব্যাপারেই নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার অভিযুক্ত দুজনকেই হাতেনাতে যাত্রীবেশী অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা নিজেদের যাত্রী বলে দাবী করলেও এপিবিএনের গোয়েন্দা দল তাদের ব্যাপারে সংগৃহীত তথ্য বিশ্লেষণে নিশ্চিত হয় যে এই দুজনই বিমানবন্দর কেন্দ্রিক অজ্ঞান পার্টি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য।
এই অভিযুক্ত বারেকের নামে যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও সহ বিভিন্ন থানায় বেশ কিছু চুরি ও ডাকাতির মামলা রয়েছে। বারেক শরীয়তপুরের বাসিন্দা, অপর অভিযুক্ত আমির বরিশালের বাসিন্দা এবং তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা, উত্তরা পশ্চিম থানা, ওয়ারী থানা এবং নাটোর সদর থানায় ডাকাতি ও চুরির অভিযোগে মামলা রয়েছে। অভিযুক্তদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ
Link Copied