ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিমানবন্দরে মলম ও অজ্ঞান পার্টির মূল হোতা গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১১:৪১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক মলম এবং অজ্ঞান পার্টির মূল হোতা সহ ০২ জন  সক্রিয় ডাকাতকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ শুক্রবার সকাল আনুমানিক ০৯:৩০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। এক প্রেস ব্রিফিং এ তিনি গণমাধ্যমেকে বলেন,  সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে গ্রেফতার করে। ০২ জনই পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় চুরি এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে। 
 
এডিশনাল এসপি জিয়া আরও জানান, গ্রেফতারকৃত বারেক সরকার(৪২) এয়ারপোর্ট কেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা। অপর দিকে আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত এবং এই অজ্ঞান পার্টির সদস্য। অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারানো ০২ জন যাত্রীর কাছ থেকে গত ০৮ ও ১১ জুলাই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ০২টি অভিযোগ পায়। ভুক্তভোগীরা জানান, বিমানবন্দরে অবতরনের পর সকল আনুষ্ঠানিকতা শেষে তারা যখন নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ক্যানোপিতে বা পার্কিং এরিয়াতে  গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের সাথে যাত্রীবেশী ডাকাত বারেক ও আমিরের পরিচয় হয়। কথায় কথায় তারা অভিযোগকারীর বিশ্বাস অর্জন করে নেন এবং সখ্যতা গড়ে তোলেন । এর পর সুকৌশলে যাত্রীর গন্তব্য জেনে নিয়ে নিজেও একই গন্তব্যে যাবেন বলে একসাথে শেয়ারে গাড়ি ভাড়া করে বা বাসে ভ্রমণের প্রস্তাব দেন। পরে সুযোগ বুঝে যাত্রীকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে সরে পড়ে অপরাধীরা। অল্প কয়েকদিনের মধ্যে ০২ টি ঘটনা ঘটায় এয়ারপোর্ট এপিবিএন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে। তদন্তে ঘটনার মূল অপরাধী বারেক এবং আমিরকে শনাক্ত করা হয়। এপিবিএনের কাছে অভিযোগ করা ভুক্তভোগী নেহারুলের অভিযোগের সাথে অজ্ঞান পার্টির নেতা বারেকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়াও আরেক প্রবাসী ইসমাইল হোসেনের অভিযোগের মূল অভিযুক্ত বারেক এবং আমির নামের গ্রেপ্তারকৃত এই দুই ডাকাত। অভিযুক্ত দুজনের ব্যাপারেই নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার অভিযুক্ত দুজনকেই হাতেনাতে যাত্রীবেশী অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা নিজেদের যাত্রী বলে দাবী করলেও  এপিবিএনের গোয়েন্দা দল তাদের ব্যাপারে সংগৃহীত তথ্য বিশ্লেষণে নিশ্চিত হয় যে এই দুজনই বিমানবন্দর কেন্দ্রিক অজ্ঞান পার্টি ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। 
 
এই অভিযুক্ত বারেকের নামে যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও সহ বিভিন্ন থানায় বেশ কিছু চুরি ও ডাকাতির মামলা রয়েছে। বারেক শরীয়তপুরের বাসিন্দা, অপর অভিযুক্ত আমির বরিশালের বাসিন্দা এবং তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা, উত্তরা পশ্চিম থানা, ওয়ারী থানা এবং নাটোর সদর থানায় ডাকাতি ও চুরির অভিযোগে মামলা রয়েছে। অভিযুক্তদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন "এর এয়ারপোর্ট থানার আহ্বায়ক কমিটির অনুমোদন

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপের দুই শহীদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রলীগ সিন্ডিকেটের দখলে গুলশান-বনানীর স্পা ও বারের নিয়ন্ত্রণ!

ব্যতিক্রমী আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন

ভাষা শহীদের প্রতি জাগ্রত পার্টির বিনম্র শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদের প্রতি মুশফিকুর রহমান ফাহিম এর শ্রদ্ধা জ্ঞাপন 

বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করলো বিমানবন্দর থানা পুলিশ 

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

প্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলে কারাগারে

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন