বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন
ঢাকা: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে “বর্ষপূর্তি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের অন্যতম বৃহৎ তৃতীয় স্তরের (টারশিয়ারি কেয়ার) বিশেষায়িত শিশু চিকিৎসা প্রতিষ্ঠান। “শিশু স্বাস্থ্য সুরক্ষাই আমাদের অঙ্গীকার”—এই মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষতা ও মানবিকতার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নাই আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানান ও দুঃখ প্রকাশ করেন শেখ বশির উদ্দিন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ১. অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লা, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও প্রাক্তন অধ্যাপক, বারডেম হাসপাতাল, ঢাকা
২. এ. কে. এম. আফজাল মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও এমডি, সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য-সচিব ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক গত এক বছরে
প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্ডিয়াক আইসিইউ পুনর্নির্মাণের কাজ আকিজ বশির গ্রুপ লিমিটেডের সহায়তায় সম্পন্ন হয় এবং ২০২৫ সালের ২৯ নভেম্বর এটি পুনরায় চালু করা হয়।
এছাড়াও গত এক বছরে হাসপাতাল ও ইনস্টিটিউটে আধুনিক ইকো-কার্ডিওগ্রাম মেশিন স্থাপন,বায়োকেমিস্ট্রি বিভাগে নতুন পরীক্ষাসেবা (TORCH Panel, IL-6, HAV IgM, Vitamin B12, Folic Acid) চালু, জাপানএম্বাসির সহায়তায় রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, প্লাজমা
স্টোরেজ ফ্রিজার ও স্বয়ংক্রিয় অ্যাফেরেসিস মেশিন সংযোজন করা হয়েছে।তুরস্কের Turkish Cooperation & Coordination Agency-এর সহায়তায় এন্ডোস্কপি মেশিনসহ ফিজিওথেরাপি বিভাগে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ডিএনএ ল্যাবে ৩৫০০ জেনেটিক অ্যানালাইজার স্থাপনের মাধ্যমে বি-থ্যালাসেমিয়া, এসএমএসহ বিভিন্ন জিনগত রোগ নির্ণয়ের আধুনিক পরীক্ষা চালু হয়েছে।এছাড়া OSECC-এর সহযোগিতায় ইমার্জেন্সি, অবজারভেশন ও রেফারেল ইউনিট এবং এইচডিইউ বিভাগ চালু করা হয়েছে। সার্জিক্যাল আইসিইউ (SICU) কার্যক্রম শুরু হয়েছে। রোগীসেবা
সম্প্রসারণের লক্ষ্যে বিকাল ও ছুটির দিনেও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা চালু করা হয়েছে।অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শিশুদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদান করে দেশের শিশুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Aminur / এমএসএম
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন
রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক
এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন
নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা
শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল
লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
Link Copied