তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ ধৌর মৌজায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী জমির মালিকরা ন্যায়বিচারের দাবিতে ঢাকা সিএমএম কোর্টে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকায় সিটি জরিপ অনুযায়ী ওই রাস্তার কোনো অস্তিত্ব নেই। কেবল আর,এস, জরিপের একটি অংশ দেখিয়ে যেখানে ৮০ মিটার নাই এবং ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) অনুমোদিত নকশার বাইরে গিয়ে একটি অতিরিক্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অথচ ড্যাপে অনুমোদিত ১০০ ফুট মূল সড়কের সঙ্গে যে সংযোগ সড়ক নির্ধারিত রয়েছে, তা অনুসরণ না করে নিয়ম বহির্ভূতভাবে নতুন একটি রাস্তা জোরপূর্বক নির্মাণ করতে চাইছে ২৪ ইঞ্জিনিয়ারিং কোর—যার কোনো আইনি অনুমোদন নেই বলে দাবি করা হয়েছে।
জমির মালিকরা জানান, তারা উন্নয়ন কার্যক্রমের বিরোধী নন। বরং ডিএনসিসির অধীনে নিয়মতান্ত্রিকভাবে উন্নয়ন হলে তারা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তবে অনুমোদনহীনভাবে, জমি অধিগ্রহণ ছাড়াই এবং ক্ষতিপূরণ না দিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর রাস্তা নির্মাণ আইনসম্মত নয়।
অভিযোগে আরও বলা হয়, প্রকল্প গ্রহণের আগে কোনো গণশুনানি অনুষ্ঠিত হয়নি। সংশ্লিষ্ট জমির মালিকদের কোনো নোটিশ বা লিখিত চিঠিও দেওয়া হয়নি। জমির মালিকানা যাচাই কিংবা আইন অনুযায়ী অধিগ্রহণের প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে তাদের জোন-৬ কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে জোন-৬ এর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাতে তিনি জানান, অতিরিক্ত ৮০ মিটার রাস্তা নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের অনুমোদন নেই এবং এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্রও পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, নির্বাহী প্রকৌশলী নিজেই জানান—এ ধরনের রাস্তা নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণ, মালিকদের অবহিতকরণ এবং লিখিত নোটিশ প্রদান বাধ্যতামূলক। অথচ এসবের কোনোটিই অনুসরণ করা হয়নি।
জমির মালিকরা বলেন, “আমরা চাই উন্নয়ন হোক, তবে তা হোক আইনের মধ্যে থেকে। আমাদের সঙ্গে আলোচনা করে নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করে রাস্তা নির্মাণ করা হোক। অবৈধভাবে কাজ করলে এতে প্রকৌশলীদের সুনাম ক্ষুণ্ন হবে—যা আমরা চাই না।”
এদিকে, রাস্তা কে বা কারা নির্মাণ করতে যাচ্ছে—সে বিষয়ে কীভাবে নিশ্চিত হওয়া গেল জানতে চাইলে অভিযোগকারী মুবিনুল ইসলাম মুবিন বলেন,
“আজ আমাকে ২৪ ইঞ্জিনিয়ারিং কোরের সি পি এল তৌহিদ সাহেব ফোন করে বলেন পিডি লেফটেন্যান্ট কর্নেল মাহফিজ সাহেব আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার পৌনে তিনটায় ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার কাজ শুরু করার জন্য আসবেন। বিষয়টি জানার পর আমি দেশবাসীকে অবহিত করতে বাধ্য হয়েছি।”
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসী ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?
রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ
নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন