নাঙ্গলকোটে উন্নয়ন বঞ্চিত করপাতি গ্রাম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের জনবহুল গ্রাম করপাতি।গ্রামটিতে প্রায় ১০হাজার লোকের বসবাস। গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদরাসা ও ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। গ্রামটিতে স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে অদ্যবধি তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামটিতে মোট ৮টি সড়কের ৭টি এখনো কাঁচা, যার ফলে বর্ষা মৌসুমে বিশাল এ গ্রামটির হাজার-হাজার মানুষ চরম বিপর্যয় পোহাতে হয়।
এ গ্রামের স্কুল, মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিদারুন কষ্ট শিকার করে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। উন্নয়ন বঞ্চিত গ্রামটা দেখার যেন কেউ নেই। জানা যায়, সারা দেশে উন্নয়নের জোয়ার দেখা গেলেও নাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামটি রয়ে গেছে একে বারেই অনুন্নত। যার ফলে ওই গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রামের ৭ কাঁচা সড়কেই ওই গ্রামের মানুষের জীবন বিষিয়ে তুলেছে। গ্রামের দিঘির পাড় থেকে কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসা থেকে গ্রামের আলী পুকুর পাড় গণকবরস্থান, মিজান মার্কেট থেকে বাহুড়া দারুল আরকাম মাদরাসা, এডভোকেট আব্দুস সোবহানের বাড়ি থেকে জনতা ব্যাংক ম্যানেজার মামুনের বাড়ি, সুলতান মিয়ার বাড়ি থেকে আশির পাড় নাছির উদ্দিন চৌধুরী মানিকে বাড়ি, কমিউনিটি ক্লিনিক থেকে সিনা বাড়ি ব্রীজ, কমিউনিটি ক্লিনিক থেকে বাইয়ারা খতিজান মসজিদ পর্যন্ত এ ৭টি সড়কের প্রায় ৮কিলোমিটার কাঁচা সড়ক এ গ্রামটির গলার কাঁটা হয়ে পড়েছে। সড়ক গুলো পাকা করণে ওই গ্রামের ইউপি সদস্য নুরুল ইসলাম গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট বিগত কয়েক বছর যাবৎ ঘুরাঘুরি করেও কোন সমাধান পাননি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন করপাতি গ্রামবাসী। করপাতি গ্রামের সমাজপতি মাস্টার আব্দুল লতিফ বলেন, সারাদেশে যখন উন্নয়ন আর উন্নয়ন ঠিক সেই সময়ে আমরা অর্থমন্ত্রীর এলাকার জনগণ হয়েও আমাদের গ্রামে এখনো ৭টি কাঁচা সড়কে জনগনের দুর্ভোগের শেষ নেই। জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম বলেন, নাঙ্গলকোট উপজেলার সবছেড়ে অবহেলিত গ্রাম আমাদের করপাতি। গ্রামটিতে বর্ষা কালে মানুষের কষ্টের শেষ নেই। আমি গ্রামের ৮কিলোমিটার রাস্তা পাকা করণে অর্থমন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied