'আগামী পাঁচ বছরের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়কে পাঁচ নম্বরে দেখতে চাই'

আগামী পাঁচ বছরের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়কে পাঁচ নম্বরে দেখতে চাই এটাই আমার শিক্ষকমন্ডলীর কাছে প্রত্যাশা বলে মন্তব্য করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ।
আজ রবিবার (১৬ জুলাই) সকাল ১১.৩০ টায় গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় তিনি এসব কথা বলেন।
ডা.জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে তিনি আরও বলেন,'আজকে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারকে খুব মনে পড়ছে, গতবছর এই দিনে স্যার এই ক্যাম্পাসে অসুস্থ থাকা অবস্থায় এসেছিলেন। স্যার এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন, যার সব তিনি করে যেতে পারেন নি।আমরা সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত কাজ করতেছি।'
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল করিম বলেন, জাফরুল্লাহ স্যারের আদর্শকে পুঁজি করে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই প্রতিষ্ঠানকে সবার জন্য একটি লক্ষ্যে পৌছানোর মডেল তৈরি করতে হবে তাহলে স্যার যে স্বপ্ন দেখেছিল তা একটি করে বাস্তবায়ন হবে। আর এই ক্যাম্পাসকে আমি রংধনুর সাথে তুলনা করছি, যেখানে বিভিন্ন বিভাগ ব্যতিক্রমধর্মী দিক রং ধনুর মত বৈচিত্র নিয়ে আসে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করবে আমি বিশ্বাস করি।
ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম বলেন, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্যারের আত্মার মাগফেরাত কামনা করি। যতগুলো মিটিং এ জাফরুল্লাহ স্যার এর সাথে ছিলাম তিনি বলতেন গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেভলপমেন্ট করতে হবে। আমার চাকরির দু'বছরে, ভিসি মহোদয় এসেছেন, রেজিস্ট্রার আছেন তাদের নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তারমধ্যে সবচেয়ে বড় পদক্ষেপটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের, কর্মকর্তাদের জন্য দুটি বাসের অর্ডার দেওয়া হয়েছে। আশা রাখি আগামি দু'মাসের মধ্যে দুটি এসি বাস আসবে। সামনের বাজেটে ছাত্রীদের জন্য হোস্টেল তৈরীর পদক্ষেপ গ্রহন করা হবে। অল্পদিনের মধ্যে শিক্ষার্থীদের জন্য মানিকগঞ্জ চন্দ্রা রুটে দুটি গাড়ি দিতে পারবো। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীর সংখ্যা উভয় বৃদ্ধি পাবে।
এছাড়া তিনি আরো বলেন, শিক্ষকদের রিসার্চের মান বৃদ্ধির জন্য ডীন কমিটি গঠন করে ফান্ডসহ যথাযথ ব্যাবস্থা গ্রহন করেছি। বিশ্ববিদ্যালয়কে র্যাগ বিহীন ব্যাতিক্রম করে তুলতে ছাত্রছাত্রীদের আহ্বান করেন।গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, আমাদের ইচ্ছা ছিলো এইবছর অনেক বড় করে আয়োজন করবো কিন্তু আমাদের অভিভাবক ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে যান। এমন একটা শোকাবহ সময় আমাদের ট্রাষ্টির নির্দেশনা মত আমরা আয়োজন করেছি যদিও চাইলে আমরা বড় করে আয়োজন করতে পারতাম। ডা. জাফরউল্লাহ স্যারের অনেক স্বপ্ন ছিলো এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা স্যারের স্বপ্নগুলো পূরন করবো।
এসম তিনি আরও বলেন, অনেক দিনের প্রতিশ্রুতি আমাদের ছেলেমেয়েদের হোস্টেল তৈরি করা! সেটার কাজও চলছে আমরা আগে মেয়েদের হোস্টেল তৈরি করবো পরে ছেলেদের। আমি দায়িত্ব নেয়ার পর করোনার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় একটি সংকটপূর্ণ সময় পার করে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ক্যান্টিন নিয়ে যে সমস্যা তা কাটিয়ে উঠার জন্য আমরা চেষ্টা করছি একটি পূর্নাঙ্গ ক্যান্টিন তৈরি করার। সবাইকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ছাত্র-শিক্ষক সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে, একটা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে বাদামতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ১৪ জুলাই ১৯৯৮ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ৫ টি অনুষদ ও ১৪ টি বিভাগে প্রায় চার হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
এমএসএম / এমএসএম

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম
