তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে আলোচনা সভা
সিরাজগঞ্জের তাড়াশে ১৭ই জুলাই পৌরসভা নির্বাচনে ১৪দলীয় জোটের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ তরিকত ফেডারেশন তাড়াশ শাখার আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে তরিকত ফেডারেশন তাড়াশ শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোক্তার হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, বাংলাদেশ তরিকত ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ শরীফুল ইসলাম চিশতী, তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন নেতা অধ্যাপক আব্দুল আজিজসহ তরিকত ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ তরিকত ফেডারেশন তাড়াশ শাখার সকল সদস্যবৃন্দ নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করেন।
এমএসএম / এমএসএম