ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা কাস্টম হাউস ও অন্যান্য সংস্থার সমন্বয়ে বিমানবন্দরে বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৭-৭-২০২৩ রাত ৯:১
 ঢাকা ও অন্যান্য সংস্থার সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এ বিপুল পরিমান স্বর্ণ উদ্ধারের পৃথক ০২ (দুই) টি অভিযান পরিচালিত হয়। তার মধ্যে এক টিতে বিমানের সিটের নীচ থেকে দাবীদার বিহীন অবস্থায় প্রায় ২৫ (পঁচিশ) কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অপরটিতে ৩.৩৩ (তিন দশমিক তিন ) কেজি স্বর্ণ চোরাচালান প্রচেষ্টায় যাত্রীর সংশ্লিষ্টতা থাকায় ফৌজদারী মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 
 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস, এর ডি- শিফট এর কর্মকর্তাগণ, কাস্টম হাউস, ঢাকা এর প্রিভেন্টিভ কর্মকর্তা  ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে এনএসআই কর্মকর্তাগণসহ একটি দল  ফ্লাইট নং EK-584 এ অভিযান পরিচালনা করেন এবং  উক্ত এয়ারক্রাফট এর ইকনোমি ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীদের সিট তল্লাশি করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে উক্ত এয়ারক্রাফট এর ইকোনোমি ক্লাসের সিট নং ৩৮২-৮ এবং ৩৮-এফ-৯ সিটের নিচে ১৬ টি নীল স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির বস্তু দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় যে, বস্তুগুলোতে স্বর্ণ রয়েছে এবং এয়ারক্রাফটে এ ধরনের আরও বস্তু থাকতে পারে সন্দেহে ফ্লাইটটির সকল সিটের তল্লাশি নিলে আরও বেশ কিছু সিটের নিচে সমরূপ বন্ধু পাওয়া যায়। পরবর্তীতে ড্রাফটির বাথরুম ও অন্যান্য স্থানেও তল্লাশি চালানো হয়। এবং  EK-৫৮৪ ফ্লাইট টি ২৩.২৭ মিনিটে (১৬.০৭,২০২৩ তারিখে) অবতরন করলে  এর সিট নং- ৩৮-ই হতে ৮ পিস, ৩৮-এফ হতে ৯ পিস ৪০-ই হতে ১২ পিস, ৪২-ডি হতে ৬ পিস, ৪২- ই হতে ২ পিস, ৪২-এফ হতে ৮ পিস, ৪২-জি হতে ৮ পিস, ২৮-বি হতে ২ পিস অর্থাৎ, মোট ৫৫ (পঞ্চাশ) পিস এবং সমান্তরালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর বি. শিফট কর্তৃক ২৭ ডি- হতে ১১ পিস, ২৭-ই হতে ১২ পিস, ২৭-এফ হতে ১০ পিস ও ২৭ জি- হতে ১০ পিস সহ সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) পিস স্বর্ণ অর্থাৎ সর্বমোট ৯৮ (আটানব্বই) টি নীল স্কচটেপে মোড়ানো ২৭.৬০০ (সাতাশ কেজি ছয়শত গ্রাম) কেজি  ভেজা পেন্টে ওজন পাতলা পলিথিলিন এ মোড়ানো অবস্থায় জব্দ করা হয়।  কাচা স্বর্ণের ভেজা পেণ্ট জনাব তন্ময় নন্দী, নন্দী জুয়েলার্স, ঠিকানা: ইস্টার্ন বনবিহী শপিং কমপ্লেক্স, দক্ষিন বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯, ঢাকা কর্তৃক কষ্টি পাথর ও এসিড দ্বারা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেটপেস্ট আকৃতি স্বর্ণ ২৭,৬০০ (সাতাশ কেজি ছয়শত গ্রাম) কেজি পাওয়া যায়। তবে, স্বর্ণ পরীক্ষাকারী তন্ময় নন্দী, নন্দী জুয়েলার্স এর বিশেষজ্ঞ মতামত অনুযায়ী কাচা স্বর্ণের ভেজা পেস্ট এর ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৯.৫০ গ্রাম হতে ১০.০০ গ্রাম তরল বাস্পীভূত হওয়ায় জব্দকৃত স্বর্ণের ওজন হ্রাস পেতে পারে। বিশেষজ্ঞ মতামত অনুযায়ী এক্ষেত্রে তরল বাষ্পীভূত হওয়ার পর জব্দকৃত স্বর্ণের ওজন দাড়াবে আনুমানিক ২৫ পঁচিশ কেজি যার আনুমানিক মূল্য ২৫ (পঁচিশ) কোটি টাকা।। তল্লাশি অভিযান পরিচালনাকালে জব্দকৃত স্বর্ণ পরিবহণের সঙ্গে আপাতত: কোন যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে বিমানের সিটের নিচে লুকায়িত অবস্থায় স্বর্ণ আনয়ন/পরিবহণের এহেন কার্যকলাপ The Customs Act, 1969 এর Section 2 (s) (b) অনুযায়ী চোরাচালান হিসেবে বিবেচিত এবং একই আইনের Section ১৫ এবং ১৬ অনুযায়ী সংঘটিত অপরাধ। যা একই আইন অনুযায়ী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য।
এছাড়াও গত ১৬/০৭/২০২৩ ইং তারিখ কমিশনার, কাস্টম হাউস, ঢাকা এর নিকট হতে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকাল ৬:১৫ ঘটিকায় দুবাই হতে আগত ফ্লাইট নং Ek-586 এ কাস্টম হাউম, ঢাকা এর প্রিভেন্টিভ টীমের কর্মকর্তাগণ বোর্ডিং ব্রিজে অবস্থান গ্রহণ করেন। উক্ত ফ্লাইটের ০৩ (তিন) জন যাত্রী যথাক্রমে (১) মশিউর রহমান রুবেল,  (২)  জাহাঙ্গীর আলম, (৩)  আকবর হোসেন, কে এসকর্ট করে বোর্ডিং ব্রিজ হতে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হলে তাদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব  নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে করানো হলে তাদের রেকটামে ডিম্বাকৃতির ধাতব পদার্থের আছে বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে, বিমানবন্দরে উপস্থিত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীদের নিকট হতে ৩.৩৩ কেজি স্বর্ণের পেস্ট, ৩৪৮ গ্রাম ওজনের ০৩ (তিন) টি স্বর্ণের বার এবং ৩০০ (তিনশত) গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৩,৪০,০০,০০০ (তিন কোটি চল্লিশ লক্ষ) টাকা। পরবর্তীতে উক্ত যাত্রীদের বিরূদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানা যায়।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন "এর এয়ারপোর্ট থানার আহ্বায়ক কমিটির অনুমোদন

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপের দুই শহীদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রলীগ সিন্ডিকেটের দখলে গুলশান-বনানীর স্পা ও বারের নিয়ন্ত্রণ!

ব্যতিক্রমী আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন

ভাষা শহীদের প্রতি জাগ্রত পার্টির বিনম্র শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদের প্রতি মুশফিকুর রহমান ফাহিম এর শ্রদ্ধা জ্ঞাপন 

বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করলো বিমানবন্দর থানা পুলিশ 

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

প্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলে কারাগারে

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন