তীব্র যানজট ভাড়া নৈরাজ্য স্বর্গরাজ্যে বাঁশখালী সড়ক

তীব্র যানজট ও ভাড়া নৈরাজ্যের স্বর্গরাজ্য যেনো চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়ক,এতে প্রতিনিয়তই হয়রানির শিকারে অতিষ্ঠ যাত্রীরা। পরিদর্শনে দেখা যায়,চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে প্রবেশদ্বার পুকুরিয়ার চাঁদপুর, গুনাগরী চৌমুহনী,বৈলছড়ী বাজার, মিয়ার বাজার,টাইম বাজার,চাম্বল বাজারসহ প্রধান সড়কের বিভিন্ন স্পটে দীর্ঘ যানজট লেগে থাকার দৃশ্য,ভাড়া নৈরাজ্যের মহোৎসবও নতুন কিছু নয় বরং নিত্যনৈমিত্তিকও বটে।
চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা,বাঁশখালী, চকরিয়া,পেকুয়া, মগনামা,মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সংযোগ আঞ্চলিক মহাসড়কটি নামে মাত্র মহাসড়ক,সড়কটি বাস্তবে খুব সরু।ব্যস্ততম সড়কটি সরু হওয়াতে এমনিতেই যানজট লেগে থাকে, অপরদিকে সড়কটির দুপাশ ব্যবসায়ীদের দোকানের মালামাল রেখে দখল করে নেয়া,যত্রতত্রে গাড়ী পার্কিং,স্বাধীনতার ৫২ বছরেও বাঁশখালীতে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকা, সড়কের উপর লাল বোর্ড, সুপার সার্ভিস,স্পেশাল বাস পার্কিং করে যাত্রী উঠা নামা এ স্ট্যান্ড করা, লাইসেন্স এবং নাম্বার বিহীন ট্রাক, ডেম্পার,মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারী চালিত মোটর রিকশাসহ যাত্রীবাহী,মালবাহী অবৈধ গাড়ীর ছড়াছড়ি ও সড়কে যত্রতত্রে ওইসব গাড়ী পার্কিং করে রাখায় সড়কটিতে তীব্র যানজট সৃষ্টির মুল কারণ বলে মনে করছে সচেতন মহল।
এছাড়াও সিএনজি চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে ওই সড়কে,সন্ধ্যা ঘনিয়ে আসলেই সড়কে ভাড়া নৈরাজ্যের মহোৎসব শুরু হয়,যাত্রীদের এমন অভিযোগও অহরহ।শেখেরখীলের আবু তাহের নামে এক সিএনজি যাত্রী বলেন,সড়কে যানজট আর ভাড়া নৈরাজ্যে যাত্রীদের হয়রানির অন্ত নেই।
একই ভাবে অভিযোগ করেন সরলের কবির আহমদ নামের এক বাসযাত্রী,তিনি বলেন সাংবাদিকরা সব কিছু লেখা-লেখি করেন কিন্তু আমাদের বাঁশখালীতে চালকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে যেই পরিমাণে যাত্রী হয়রানি করছে তাতো লেখেননা।তিনি আরো বলেন উপজেলা থেকে শহরে যেতে এস আলম, সুপার সার্ভিস,স্পেশাল বাস জনপ্রতি ১৪০ টাকা করে নেওয়া হয়,কিন্তু গুনাগরী কাউন্টার থেকে শহরে যেতেও যাত্রীদের কাছ থেকে কাউন্টার কর্মকর্তারা একই ভাড়া নিয়ে নেয়।আবার গুনাগরী থেকে চট্টগ্রাম শহরে যেতে যাত্রী প্রতি ১৪০ টাকা আদায় করা হলেও টিকিটের পরিবর্তে যাত্রীদের ছোট্ট কাগজ ধরিয়ে দেয় তারা।এতে মাঝপথে গেলেই শুরু হয় সিট বদলা-বদলি।ওইসব অনিয়ম কবে বন্ধ হবে এমন প্রশ্ন যাত্রীদের।
মোঃ নাঈম উদ্দিন নামে চট্টগ্রাম সিটি কলেজে পড়ুয়া এক শিক্ষার্থী বলেন,শুক্রবার সন্ধ্যায় বাসায় যেতে বাড়ী থেকে বের হয়ে গুনাগরি এসে পৌঁছায়, সেখানে থাকা সিএনজি চালকরা মইজ্জ্যারটেক যেতে জনপ্রতি ১৫০ টাকা,নতুন ব্রীজের উত্তর কুলে যেতে ১৮০ টাকা,আবার কেউ কেউ ২০০ টাকাও আদায় করছে,বিশেষ করে বৃহস্পতিবার -শুক্রবারে ভাড়া নৈরাজ্য ও যানজট অতিষ্ঠতায় বাঁশখালীর প্রধান সড়ক যেনো নৈরাজ্য স্বর্গে পরিনত হয়।এতে যাত্রীরা কিছু বললেই ক্ষেপে যায় চালকরা,এমনকি কুরুচিপূর্ণ কথা বার্তা বলতেও দ্বিধা করেনা তারা।
এছাড়াও বাঁশখালীর প্রধান সড়কে অবৈধ যানচলাচল দিনদিন বেড়েই চলেছে।নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বলেন,অবৈধ গাড়ীর ছড়াছড়িতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অপরদিকে সড়কে বাড়ছে দূর্ঘটনা,এতে সড়ক দূর্ঘটনায় ঝরছে তাজাপ্রাণ,আবার আহত হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে অনেকে।আর ওইসব অবৈধ গাড়ি গুলো নিয়ন্ত্রণ করে থাকে প্রশাসন।মাসিক মোশাহারাতে চলে ওইসব গাড়ী,এসময় তারা আরো জানান,সড়কে অনেক অবৈধ মিনি ট্রাক রয়েছে যেই গুলো নাম্বার প্লেটে গাড়ীর নাম্বারের পরিবর্তে লেখা থাকে চেচিস নাম্বার। মুলত ওইসব মিনি ট্রাক,ডেম্পার গাড়ি গুলো প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে।টাকার বিনিময়ে প্রশাসনের পক্ষ থেকে চালকদের মোবাইলে দেয়া হয় ছোট্ট একটি মেসেজ,আর মাসিক মোশাহারা না দিলে ওইসব গাড়ীকে দেয়া হয় মামলা।বেশ কয়েকজন চালকের মোবাইলে ওইসব মেসেজর সত্যতাও পাওয়া গেছে।
এব্যাপারে গুনাগরী সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদ বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়ে কারো কাছ অভিযোগ আসেনি।আমাদের লাইনের কোন ড্রাইভার যাত্রীদের সাথে কোন খারাপ আচরণ করে বা যাত্রীদের জিম্মি করে যদি ভাড়তি ভাড়া আদায় করে থাকে,তাহলে তাৎক্ষণিক ওই ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।তবে বাহিরের কোন গাড়ী যাত্রী হয়রানি করছে কিনা সেটা আমি জানিনা।আর সড়কে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি আমাদের সমিতির শ্রমিকরা যে সব সময় কাজ করে যাচ্ছে সেটাতো আপনারা সবাই দেখতেছেন।
বাঁশখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সাথে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাঁশখালীতে দায়িত্বরত( ট্রাফিক)পুলিশ আল আমিন বলেন,বাঁশখালীর ব্যবস্তম আঞ্চলিক মহাসড়কটি এমনিতেই খুব সরু,এছাড়াও সড়কের দুপাশ ব্যবসায়িক মালামাল রেখে সড়ক দখল করে রাখার ফলে যানজট সৃষ্টি হচ্ছে,তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশরা কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য,যানজট নিরসন ও ভাড়া নৈরাজ্য হয়রানি থেকে বাঁচতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ যাত্রী মহল।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
